Uttarpradesh News: ফের ভয়ঙ্কর ঘটনা উত্তরপ্রদেশের সেই হাথরসে, স্কুলের হস্টেলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে 'বলি'! কী নৃশংস
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এই ঘটনায় অভিযুক্ত হিসাবে রসগাঁও এলাকার সাহপাউ থানার অন্তর্গত ডি এল পাবলিক স্কুলের ডিরেক্টরের পিতা-সহ মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তিন শিক্ষককেও এই বিষয়ে আটক করা হয়েছে।
লখনউ: স্কুলের সাফল্য এবং উন্নতির আশায় দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে ‘বলি’ দেওয়া হল, এমনই এক রোমহর্ষক ঘটনা ঘটল উত্তরপ্রদেশের হাথরসে। পুলিশ সূত্রে খবর কালোজাদুর অন্ধবিশ্বাসে বশবর্তী হয়েই এই হত্যাকাণ্ড চালানো হয়।
এই ঘটনায় অভিযুক্ত হিসাবে রসগাঁও এলাকার সাহপাউ থানার অন্তর্গত ডি এল পাবলিক স্কুলের ডিরেক্টরের পিতা-সহ মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তিন শিক্ষককেও এই বিষয়ে আটক করা হয়েছে।
এই প্রসঙ্গে হাথরসের পুলিশ সুপারিনেটেনডেন্ট গ্রেফতারির বিষয় নিশ্চিত করে জানান, ” ওই শিশুটিকে স্কুলের উন্নতি এবং সাফল্যের কামনায় গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।” সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে গত ২২ সেপ্টেম্বর।
advertisement
advertisement
পুলিশি তদন্তে উঠে এসেছে, ডি এল পাবলীক স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেলের পিতা যশধন সিং কালো জাদুতে বিশ্বাস করেন। এবং তারপরেই পিতা-পুত্র এবং আরও তিন শিক্ষক মিলে স্কুলের খ্যাতি কামনায় এক শিশুকে ‘বলি’ দেওয়ার পরিকল্পনা করেন।
advertisement
গত ৬ সেপ্টেম্বর একবার শিশুটি হত্যা করার চেষ্টা করা হয় কিন্তু সে যাত্রায় প্রাণে বেঁচে যায় শিশুটি। কিন্তু, গত ২২ সেপ্টেম্বর আর ভাগ্য সহায় হয়নি খুদে শিশুটির। হস্টেলের পাশে একটি কুয়োর ধারে তাঁকে গলায় ফাঁস দেওয়া হয়। শিশুটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। শিশুটির জ্ঞান ফিরে আসায় আতঙ্কিত হয়ে শিশুটিকে হত্যা করে অভিযুক্তরা।
advertisement
এই হত্যার বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 27, 2024 2:52 PM IST