Indian Railways: দার্জিলিং থেকে ডুয়ার্স হয়ে অসম ছুটবে ট্রেন, ছুঁয়ে ফেলবে মিজোরামকে? রেলের বড় পদক্ষেপ

Last Updated:

Indian Railways: উত্তর পূর্বাঞ্চলের পর্যটন খণ্ডকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর-পূর্বাঞ্চল এবং সংলগ্ন অঞ্চলগুলিতে পর্যটনের প্রচারের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। এই অঞ্চলের সমস্ত অংশের সঙ্গে সংযোগ বৃদ্ধি করতে ক্রমাগতভাবে নিজেদের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পর্যটকদের জন্য রেল ভ্রমণ আরও নিরাপদ, আরামদায়ক ও সুবিধাজনক করে তুলছে এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রিক ট্রেন পরিষেবাও চালু করেছে।
এই প্রচেষ্টাগুলির মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক রেলযাত্রীর জন্য নিজেদের অধিক্ষেত্রের সমৃদ্ধ সংস্কৃতি ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যকে অন্বেষণ করার এক নতুন পথ উন্মুক্ত করেছে। পর্যটনের প্রচারের ক্ষেত্রে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের গৃহীত অন্যতম মূল পদক্ষেপ হল ভিস্টাডোম কোচ-সহ টুরিস্ট ট্রেন চালু করা। উত্তর-পূর্বাঞ্চলের হাফলং, বদরপুর, যোরহাট, আগরতলা, নাহরলগুন এবং উত্তরবঙ্গের ডুয়ার্স ইত্যাদি এলাকার স্থানগুলিতে ভ্রমণের সময় পর্যটকরা যাতে শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে সক্ষম হন তার জন্য এখনও পর্যন্ত পাঁচটি এমন ধরনের ট্রেন চালু করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: অনবরত গা চুলকাচ্ছে! কোন ভিটামিনের অভাবে গা-হাত-পা চুলকায় জানেন? বড় ক্ষতির আগে জানুন
এছাড়াও, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (ডিএইচআর) অধীনে আইকনিক জয়রাইড ট্রেনে ন্যারো গেজ ভিস্টাডোম কোচও চালু করা হয়েছে। এর ফলে পর্যটকরা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা পেতে সক্ষম হচ্ছেন। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের জন্য ডিজাইন করা ‘ভারত গৌরব’ ট্রেন চালু করার ক্ষেত্রেও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সক্রিয়। এই অঞ্চলের জন্য ১৪টি কোচের এমন ধরনের একটি ‘ভারত গৌরব’ রেক বরাদ্দ করা হয়েছে। নতুন রিটায়ারিং রুম, এগজিকিউটিঊ লাউঞ্জ ও রেল কোচ রেস্টুরেন্টের মতো শীর্ষ মানের পর্যটক সুযোগ-সুবিধা একাধিক স্টেশনে প্রদান করা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়াশোনা করতে খরচ কত? সন্তানকে KVS-এ ভর্তির আগে কীভাবে আবেদন করবেন জানুন
এর পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পর্যটন প্রসারের প্রতিশ্রুতি রেলওয়ে স্টেশনের বাইরেও সম্প্রসারিত হয়েছে, যা রিভার ক্রুজ ও ফ্লোটিং রেস্টুরেন্ট ব্যবস্থার প্রবর্তনের মাধ্যমে ডিব্রুগড়ের বগিবিল সেতুর কাছে ব্রহ্মপুত্র নদীর পারে এক নৈসর্গিক পর্যটন কেন্দ্র তৈরিতে দেখা গিয়েছে। নোডাল পর্যটন পয়েন্টগুলি সংযুক্ত করে, পর্যটনদলগুলির জন্য স্পেশ্যাল উৎসব ট্রেন চালিয়ে এবং ব্লক বুকিং ব্যবস্থা প্রদান করে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগতভাবে পর্যটকদের সুবিধা দিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টাগুলি বিশ্বজুড়ে সমস্ত পর্যটকের জন্য উত্তর পূর্বাঞ্চলকে সহজগম্য ও আকর্ষণীয় গন্তব্যস্থল হিসেবে গড়ে তোলার একনিষ্ঠ উদাহরণ।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: দার্জিলিং থেকে ডুয়ার্স হয়ে অসম ছুটবে ট্রেন, ছুঁয়ে ফেলবে মিজোরামকে? রেলের বড় পদক্ষেপ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement