কানহাইয়ার জিভ কাটতে পারলে মিলবে ৫ লক্ষ টাকা !
Last Updated:
কানহাইয়া কুমারের জিভ কাটতে পারলে মিলবে ৫ লক্ষ টাকা ৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বদায়ূঁর বিজেপি যুব মোর্চার জেলা অধ্যক্ষ কুলদীপ ভার্ষনি। কুলদীপ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে মন্তব্য করার জন্য শাস্তি পেতে হবে JNU-র ছাত্রনেতাকে ৷
#নয়াদিল্লি:কানহাইয়া কুমারের জিভ কাটতে পারলে মিলবে ৫ লক্ষ টাকা ৷ এমনই বিস্ফোরক মন্তব্য করলেন উত্তরপ্রদেশের বদায়ূঁর বিজেপি যুব মোর্চার জেলা অধ্যক্ষ কুলদীপ বিশনই। কুলদীপ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে মন্তব্য করার জন্য শাস্তি পেতে হবে JNU-র ছাত্রনেতাকে ৷ দু’সপ্তাহ কারাবাসের পর বৃহস্পতিবার তিহার জেল থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ধৃত কানহাইয়া কুমার ছাড়া পান ৷ ক্যাম্পাসে ফের একবার আগের মতোই স্বতঃস্ফূর্তভাবে ভাষণ দেন তিনি ৷ ভাষণে ছত্রে ছত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন কানহাইয়া কুমার ৷ তার দেওয়া ভাষণ আলোড়ন তুলেছে যুব সমাজে ৷ তবে কুলদীপের মতে কানহাইয়া দেশবিরোধী স্লোগান দিয়েছে এবং অন্যদেরও প্ররোচিত করেছেন ৷ তাই কেউ কানহাইয়ার জিভ কেটে নিতে পারলে ৫ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছেন কুলদীপ। বিজেপির যুব নেতার এই মন্তব্যে ফের বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মহলে৷ সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা ৷ তবে কুলদীপের মন্তব্যের উল্টো সুর শোনা গেল বিজেপি শীর্ষ নেতৃত্বের ৷ জিভ কেটে নেওয়ার হুমকি দেওয়ার জন্য ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল কুলদীপ বিশনইকে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2016 11:52 AM IST