Madhya Pradesh elections 2023: হাতছাড়া হলেই সমূহ বিপদ, মধ্যপ্রদেশ নিয়ে কোন আশঙ্কায় ভুগছে বিজেপি?

Last Updated:

প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাটাতেই বিজেপি শিবরাজ সিংয়ের বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি হাওয়ায় ভাসিয়ে দিতে চেয়েছিল৷

অগ্নিপরীক্ষায় কে জিতবেন, শিবরাজ না কমলনাথ? ছবি- পিটিআই
অগ্নিপরীক্ষায় কে জিতবেন, শিবরাজ না কমলনাথ? ছবি- পিটিআই
ভোপাল: রাজস্থানে ক্ষমতা ফিরে পেলে বিজেপি শিবির অবশ্য যতটা স্বস্তি পাবে, মধ্যপ্রদেশে সব হিসেব উল্টে দিয়ে শেষ পর্যন্ত ক্ষমতা হাতছাড়া হলে পদ্ম শিবিরের অস্বস্তি বাড়বে বই কমবে না৷ মধ্যপ্রদেশে ক্ষমতা ধরে রাখা বিজেপি-র কাছে কেন গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন, এর সবথেকে বড় কারণ ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে হিন্দি বলয়ে নিজেদের রাশ আলগা করতে কখনওই চাইবে না বিজেপি৷
আর মধ্যপ্রদেশ হাতছাড়া হলে ঠিক সেটাই হবে৷ বিজেপি কখনওই চাইবে না, মধ্যপ্রদেশের মতো রাজ্যে লোকসভা ভোটের ঠিক আগে তাদের ক্ষমতা হাতছাড়া হোক৷ কারণ মধ্যপ্রদেশে লোকসভার আসন সংখ্যা ২৯৷ রবিবার মধ্যপ্রদেশে পালাবদল হলে কয়েক মাস বাদে লোকসভা নির্বাচনে তার কী প্রভাব পড়বে, কে বলতে পারে৷
advertisement
advertisement
আবার মধ্যপ্রদেশের জনমত থেকে হিন্দি বলয়ের অন্যান্য রাজ্যগুলির জনমতেও প্রভাব পড়তে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না বিজেপি নেতারা৷ কারণ লোকসভা নির্বাচনে এবার ৪০০ পার করার লক্ষ্যে বিজেপি-র বড় ভরসা যে রাজ্যগুলি, তার মধ্যে উপরের দিকেই রয়েছে উত্তর প্রদেশ, বিহার এবং মধ্যপ্রদেশ৷
advertisement
মধ্যপ্রদেশে অবশ্য গত বিধানসভা নির্বাচনেই পালাবদল হয়েছিল৷ কিন্তু ভোট পরবর্তী অঙ্কে কংগ্রেসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবরাজ সিং চৌহান৷ সেই হিসেবে একটানা ১৮ বছর মধ্যপ্রদেশে ক্ষমতায় রয়েছে বিজেপি৷ ফলে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াই এখন বিজেপি নেতাদের কাছে সবথেকে বড় চিন্তার৷
এই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া কাটাতেই বিজেপি শিবরাজ সিংয়ের বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি হাওয়ায় ভাসিয়ে দিতে চেয়েছিল৷ কিন্তু মহিলা ভোটারদের শিবরাজ সিংয়ের প্রতি সমর্থনের কথা মাথায় রেখে গেরুয়া শিবিরের সেই পরিকল্পনাও সফল হয়নি৷ মধ্যপ্রদেশে হাওয়া যে খুব সুবিধার নয় তা বুঝতে পেরেই ভোটের আগে সেখানে ঘাঁটি গেড়ে পড়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দলের নেতা থেকে শুরু করে বিজেপি কর্মী, আরএসএস-এর স্বেচ্ছাসেবকদের একজোট করে দলের কাজে নামানোপ উপরে জোরি দিয়েছিলেন তিনি৷ এর সুফল বিজেপি কতটা পাবে, তা জানা যাবে রবিবার৷
advertisement
আবার অন্যদিকে কংগ্রেস নেতা কমলনাথের কাছেও এই নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াইয়ের মতো৷ দিল্লির রাজনীতি থেকে সরে এসে গত কয়েক বছর মধ্যপ্রদেশেই সময় দিয়েছেন তিনি৷ এমন কি, সনিয়া গান্ধি নিজে তাঁকে ফোন করে দলের সভাপতি হওয়ার প্রস্তাব দিলেও রাজি হনন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ তার পরেও নির্বাচনে দলকে সাফল্য এনে দিতে না পারলে, কমলনাথের রাজনৈতিক ভবিষ্যৎও সঙ্কটের মুখে পড়বে৷ তার উপর মধ্যপ্রদেশের রাজনীতিতে জোরালো ভাবেই উঠে এসেছেন কমলনাথের পুত্র নকুল৷ যিনি আবার চিনধওয়ারা কেন্দ্রের সাংসদও৷
বাংলা খবর/ খবর/দেশ/
Madhya Pradesh elections 2023: হাতছাড়া হলেই সমূহ বিপদ, মধ্যপ্রদেশ নিয়ে কোন আশঙ্কায় ভুগছে বিজেপি?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement