Mahua Moitra: মহুয়ার পাশে অধীর, লোকসভার অধ্যক্ষকে চিঠি বিরোধী দলনেতার! দিল্লিতে বাড়ছে উত্তাপ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযৃোগ উঠেছিল কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে৷
নয়াদিল্লি: মহুয়া মৈত্রর পাশে দাঁড়ালেন অধীররঞ্জন চৌধুরী৷ মহুয়া ইস্যুতে এবার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন বিরোধী দলনেতা৷ ইতিমধ্যেই তৃণমূল সাংসদের বহিষ্কারের সুপারিশ করে রিপোর্ট জমা দিয়েছে লোকসভার এথিক্স কমিটি৷ আগামী সোমবার সেই রিপোর্ট সংসদে পেশ হওয়ার কথা৷ ওই রিপোর্ট সংসদে গৃহীত হলেই সাংসদ পদ হারাবেন মহুয়া৷ কৃষ্ণনগরের তৃণমূল সাংসদের এই সম্ভাব্য বহিষ্কারের বিরোধিতা করেই অধ্যক্ষকে চিঠি দিয়েছেন অধীর৷
চিঠিতে বিরোধী দলনেতা দাবি করেছেন, মহুয়াকে বহিষ্কার করলে তা অত্যন্ত কঠোর শাস্তি হয়ে যাবে এবং তার সুদূরপ্রসারী প্রভাব পড়বে৷
advertisement
শনিবার লেখা চিঠিতে অধীর যুক্তি দিয়েছেন, মহুয়ার বিরুদ্ধে অভিযোগের তদন্তের আগে মূলত সাংসদদের আচরণবিধি সংক্রান্ত কয়েকটি অভিযোগের তদন্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ সেই সমস্ত ক্ষেত্রে অভিযুক্ত সাংসদদের শাস্তিও ভর্ৎসনা, সতর্ক করা অথবা খুব বেশি হলে সাময়িক সাসপেনশনের মধ্যে সীমাবদ্ধ ছিল৷ অধীর দাবি করেছেন, এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী শেষ পর্যন্ত সত্যিই মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হলে তা অত্যন্ত কঠোর একটি শাস্তি হবে এবং এর সুদূরপ্রসারী প্রভাবও পড়বে৷
advertisement
অধীর অবশ্য দাবি করেছেন, এই চিঠিতে তিনি যা লিখেছেন তা তাঁর ব্যক্তিগত মতামত৷ তবে ইতিমধ্যেই মহুয়ার পাশে দাঁড়িয়েছে অন্যান্য বিরোধী দলগুলি৷ সোমবার মহুয়া ইস্যুতে সংসদ ফের উত্তাল হওয়া একরকম নিশ্চিত৷
আগামিকাল থেকে শুরু হয়ে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সংসদের শীতকালীন অধিবেশন৷ আগামী ৪ ডিসেম্বর এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকার এবং কমিটির সদস্য অপরাজিতা সারঙ্গি মহুয়ার বিরুদ্ধে তৈরি হওয়া ৫০০ পাতার রিপোর্ট সংসদে পেশ করবেন৷
advertisement
সূত্রের খবর অনুযায়ী, মহুয়ার বহিষ্কারের সুপারিশ করে সরকারও একটি প্রস্তাব আনবে৷ সবমিলিয়ে মহুয়ার বহিষ্কারকে কেন্দ্র করে সংসদে তীব্র শোরগোল হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে মহুয়ার সঙ্গে যোগাযোগ করে তাঁর পাশে থাকার বার্তা দেওয়া হয়েছে বলেও খবর৷
শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার জন্য ঘুষ নেওয়ার অভিযৃোগ উঠেছিল কষ্ণনগরের তৃণমূল সাংসদের বিরুদ্ধে৷ যদিও মহুয়া প্রথম থেকেই দাবি করে আসছেন, তিনি যেহেতু সংসদের ভিতরে বাইরে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে সোচ্চার হন, তাই তাঁকে টার্গেট করে সাজানো চিত্রনাট্য তৈরি করা হয়েছে৷ গত ৯ নভেম্বর মহুয়ার বিরুদ্ধে তৈরি করা রিপোর্টকে মান্যতা দেওয়া হয় এথিক্স কমিটির বৈঠকে৷ কমিটির ৬ সদস্য রিপোর্টের পক্ষে ভোট দেন৷ ওই রিপোর্টেই মহুয়াকে দোষী সাব্যস্ত করে সংসদ থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল৷ রিপোর্টের সুপারিশ নিয়ে তীব্র আপত্তি জানান কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 02, 2023 1:38 PM IST