গ্রামে যেতে নারাজ, সরকারি চাকরি পেয়েও নিলেন না বহু হবু শিক্ষক
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debamoy Ghosh
Last Updated:
পর্ষদ সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য ৯ হাজার জন হবু শিক্ষককে ডাকা হয়েছিল৷
কলকাতা: সরকার কড়া মনোভাব নিয়েছিল৷ কিন্তু গ্রামে যেতে হবে বলে সরকারি স্কুল শিক্ষকতার চাকরিতেই যোগ দিতে রাজি হলেন না বহু হবু শিক্ষক৷ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শেষে মিলল এমনই চাঞ্চল্যকর তথ্য।
চিকিৎসকদের একাংশের মতোই যে অনেক শিক্ষকই গ্রামে যেতে চাইছেন না, তা আগেই জানা গিয়েছিল৷ উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ে ৬৫ জন হবু শিক্ষক গ্রামে যাবেন না বলে চাকরিতেই যোগ দিলেন না৷
advertisement
পর্ষদ সূত্রে খবর, কাউন্সিলিংয়ের জন্য ৯ হাজার জন হবু শিক্ষককে ডাকা হয়েছিল৷ তাঁদের মধ্যে ৬৫ জনই গ্রামে যাবেন না বলে চাকরিতে যোগ দেননি৷ শুধু তাই নয়, কাউন্সিলিংয়ে অংশই নেননি লিখিত এবং ইন্টারভিউয়ে সফল প্রায় ১ হাজার হবু শিক্ষক৷ সবমিলিয়ে প্রায় ১২ শতাংশ হবু শিক্ষক উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় প্রথম পর্যায়ে চাকরি নিল না।
advertisement
তবে এত জন অনুপস্থিত এবং চাকরি প্রত্যাখ্যান করায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরা কাউন্সিলিংয়ে ডাক পাবেন৷ আজই শেষ হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Dec 02, 2023 12:45 PM IST










