Satyendar Jain: তিহার জেলে বডি ম্যাসাজ নিচ্ছেন আপ নেতা! ভিডিও ট্যুইট করে আক্রমণে বিজেপি

Last Updated:

সত্যেন্দ্র জৈনের পাশেই দাঁড়িয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া৷ তাঁর দাবি, পুরনো ভিডিও প্রকাশ করে নোংরা রাজনীতি করছে বিজেপি৷

তিহার জেলে ম্যাসাজ নিচ্ছেন স্যতেন্দ্র জৈব৷ ভিডিও-র সত্যতা খতিয়ে দেখেনি নিউজ ১৮ বাংলা৷
তিহার জেলে ম্যাসাজ নিচ্ছেন স্যতেন্দ্র জৈব৷ ভিডিও-র সত্যতা খতিয়ে দেখেনি নিউজ ১৮ বাংলা৷
 #দিল্লি: নামেই জেল৷ সেখানেই খাটে শুয়ে রীতিমতো আরাম করে ম্যাসাজ নিচ্ছেন দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈন৷ গুজরাত নির্বাচনের ঠিক আগে এমনই একটি পুরনো ভিডিও প্রকাশ করে আম আদমি পার্টির বিরুদ্ধে সরব হল বিজেপি৷ অভিযোগ তোলা হল, নিজের দলের নেতার জন্য জেলেই ভিআইপি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে অরবিন্দ কেজরীওয়ালের সরকার৷
তিহার জেলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে দিল্লি সরকার৷ স্বভাবতই আম আদমি পার্টিকেই নিশানা করেছে বিজেপি৷আর্থিক তছরূপের অভিযোগে গ্রেফতার হন সত্যেন্দ্র জৈন৷ এই ভিডিও ট্যুইট করে বিজেপি নেতা শেহজাদ পুনেওয়ালা লেখেন, 'সব নিয়ম ড্রেনে ফেলে দেওয়া হয়েছে৷'
advertisement
advertisement
যদিও সত্যেন্দ্র জৈনের পাশেই দাঁড়িয়েছেন আপ নেতা মণীশ সিসোদিয়া৷ তাঁর দাবি, পুরনো ভিডিও প্রকাশ করে নোংরা রাজনীতি করছে বিজেপি৷ সিসোদিয়ার দাবি, চিকিৎসকরাই সত্যেন্দ্র জৈনকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন৷
advertisement
মণীশ সিসোদিয়ার দাবি, 'গত ছ' মাস ধরে বিজেপি সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাঁকে জেলের ভিতরে রেখে দিয়েছে৷ এখন ওদের এতটাই অধঃপতন ঘটেছে যে কারও অসুস্থতা নিয়েও ওঁরা মজা করছে৷ যে কেউ অসুস্থ হতে পারেন৷ এমন কি, প্রধানমন্ত্রীও অসুস্থ হতে পারেন এবং তাঁর চিকিৎসাও হতে পারে৷ কিন্তু শুধুমাত্র বিজেপি-ই এর মধ্যে মজা দেখতে পায়৷'
advertisement
জেল কর্তৃপক্ষের অবশ্য দাবি, এই ভিডিওটি পুরনো এবং জেলের যে কর্মী এবং অফিসাররা আপ নেতাকে বাড়তি সুবিধা পাইয়ে দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে৷ এর আগে ইডি-ও আদালতে জানিয়েছিল, জেলে বিলাসবহুল জীবনযাপন করছেন সত্যেন্দ্র জৈন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Satyendar Jain: তিহার জেলে বডি ম্যাসাজ নিচ্ছেন আপ নেতা! ভিডিও ট্যুইট করে আক্রমণে বিজেপি
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement