আসন্ন নির্বাচন, মধ্যপ্রদেশ জয়ে বিজেপির হাতিয়ার এবার 'ম্যাজিক'!

Last Updated:
#ভোপাল: নির্বাচনের আগে প্রচারকার্যের নানাবিধ কৌশলই অবলম্বন করে থাকে রাজনৈতিক দলগুলি । মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রচারাভিযানে এবার বিজেপির হাতিয়ার হতে চলেছে যাদু ।
গত ১৫ বছরে মধ্যপ্রদেশে বিজেপির কাজের খতিয়ান তুলে ধরতে যাদুকরদের নিয়োগ করার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন মধ্যপ্রদেশ বিজেপির মুখপাত্র রজনীশ অগরওয়াল । সমগ্র প্রচারকার্যে থাকবেন যাদুকররা । দোকান-বাজার চত্বরে ভোটারদের জন্য থাকবে ম্যাজিক শো । যদিও কজন যাদুকর নিয়োগ করা হবে তা এখনও নির্ধারণ হয়নি তবে এই কাজের জন্য টাকাপয়সা বরাদ্দকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ।
advertisement
advertisement
ম্যাজিক প্রদর্শনীর মাধ্যমেই যাদুকররা ভোটারদের জানাবেন গত ১৫ বছরে মধ্যপ্রদেশের মানুষদের জন্য বিজেপি কী কী কাজ করেছে । বিশেষ অনগ্রসর শ্রেণীর মানুষদের স্বার্থে বিজেপির কাজের হার তুলে ধরবেন তাঁরা । এছাড়াও ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত কংগ্রেসের দিগ্বীজয় সিং শাসিত সরকারের ব্যর্থতা-বিশেষ করে রাস্তা, বিদ্যুত সরবরাহ ও প্রাথমিক পরিষেবার দুরবস্থার কথাও তুলে ধরবে এই ম্যাজিক শো ।
advertisement
প্রসঙ্গত, ২৮ নভেম্বর মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন হবে ।
বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন নির্বাচন, মধ্যপ্রদেশ জয়ে বিজেপির হাতিয়ার এবার 'ম্যাজিক'!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement