#AmritsarTrainTragedy: বাঁচার আর্তির মধ্যেই চলল অবাধে লুট, ঝলসে উঠল ক্যামেরার ফ্লাশ
Last Updated:
#অমৃতসর: দশেরার রাবণ পোড়া দেখতে দেখতেই যখন হাজির হয়েছিল মৃত্যুদূত, আর্তনাদ, বাঁচার আর্তি ছাপিয়ে গিয়েছিল রেলের চাকার নিষ্ঠুর ধাতব শব্দ তার মধ্যেই মনুষ্যত্বের জলাঞ্জলি দিয়ে স্বার্থসিদ্ধিতে ব্যস্ত হয়ে উঠেছিল কিছু মানুষ৷ আহত, মৃতপ্রায়দের সাহায্য করার বদলে সুযোগ বুঝে ছিনিয়ে নিয়েছে তাদের টাকা-পয়সা, দামি জরুরি জিনিস৷
অমৃতসরে দশেরা চলাকালীন রেল দুর্ঘটনার মৃতদের দেহ পাওয়ার পর তাদের আত্মীয়রা জানান, দেহ পাওয়া গেলেও তাদের প্রিয়জনদের মোবাইল, গয়না, টাকার ব্যাগ কিছুই উদ্ধার হয়নি ঘটনাস্থল থেকে৷ ১৭ বছরের ছেলে বাসুকে হারানো মা জ্যোতি কুমারী জানান, হাসপাতাল থেকে ছেলের দেহ যখন নিয়ে আসেন তখন গলায় ছিল না সোনার চেন, পাওয়া যায়নি ছেলের মোবাইল আর টাকার ব্যাগও৷
advertisement
advertisement
একই অভিযোগ জানিয়েছেন কমল কুমারও৷ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার ১৯ বছরের ছেলে তরুণ মাখন৷ বন্ধুরা তার দেহ বাড়ি নিয়ে এলেও খোয় গিয়েছে তরুণের মোবাইল ফোন৷
বাদ যাননি আহতরাও৷ পায়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই পড়ে ছিলেন দীপক৷ নড়াচড়া করার অবস্থা ছিল না তাঁর৷ শুয়েই চিত্কার করছিলেন সাহায্যের জন্য৷ সেই সময় তার চোখের সামনে দিয়েই কেউ কেড়ে নিয়ে চলে যায় তাঁর মোবাইল৷ ভিডিও ফুটেজেও দেখা গিয়েছে কেউ কেউ সাহায্য করার বদলে ঘটনাস্থলের মর্মান্তিক দৃশ্য ক্যামেরাবন্দি করতেই আগ্রহী৷
Location :
First Published :
October 21, 2018 10:47 AM IST