WB Vote Violence| BJP| ভোটসন্ত্রাসের শিকার কর্মীদের ক্ষতিপূরণ দিচ্ছে বিজেপি, চেক বিলি শুরু

Last Updated:

WB Vote Violence| BJP| তুলনামূলক ভাবে ক্ষতির পরিমান যাদের কম, তাদের জন্য এই উদ্যোগ নিল দল।

#কলকাতা: ভোটের পরে তৃণমূলের সন্ত্রাসের শিকার হওয়া  দলীয় কর্মীদের অ্যাকাউন্টে ক্ষতিপূরনের চেক পাঠানো শুরু করল বিজেপি। সূত্রের খবর, আজ থেকেই এই প্রক্রিয়া শুরু হয়েছে। তবে, খুন, ধর্ষন বা জীবনহানির মত বড় মাপের ক্ষতিগ্রস্থদের জন্য এই ব্যবস্থা নয়। কারণ সেক্ষেত্রে  আদালত নির্দেশ দিয়েছে সরকারকে ক্ষতিপূরন দিতে। গোটা ঘটনার তদন্তভারও ইতিমধ্যেই সিবিআই ও সিটকে দেওয়া হয়েছে। তাই তুলনামূলক ভাবে ক্ষতির পরিমান যাদের কম, তাদের জন্য এই উদ্যোগ নিল দল।
হেস্টিংসে তিনদিনের সাংগঠনিক বৈঠক চলছে বিজেপির। এই বৈঠকেই ভোট হিংসায় ক্ষতিপূরণের কথা আলোচনায় আসে। গত ১৯ অগাস্ট হাইকোর্ট রায় দেয় ভোট-পরবর্তী খুন ও ধর্ষণ নিয়ে তদন্ত করবে সিবিআই। অপেক্ষাকৃত কম হিংসাত্মক ঘটনার ক্ষেত্রে সিট গঠন করা হয়। রাজ্য সরকারকে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়।
রাজ্য বিজেপি মনে করছে বড় ঘটনাগুলি সিবিআই বা সিটের নজরে এলেও বহু ক্ষেত্রে থানায় ডায়েরি না হওয়ায় ঘটনার কথা হয়তো অন্ধকারেই থেকে যাবে। সে সব ক্ষেত্রেই নিচুতলার কর্মীদের থেকে তথ্য ও পরিসংখ্যান নিয়ে ক্ষতিপূরণ দিচ্ছে বিজেপি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
WB Vote Violence| BJP| ভোটসন্ত্রাসের শিকার কর্মীদের ক্ষতিপূরণ দিচ্ছে বিজেপি, চেক বিলি শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement