ক্ষমতায় এলে অযোধ্যায় রামমন্দির তৈরি হবেই, ইশতাহারে দাবি বিজেপির
Last Updated:
#নয়াদিল্লি: পাঁচ বছরের কাজের ফিরিস্তি দিয়ে ইশতাহার প্রকাশ করে আগামী পাঁচ বছরে নতুন ভারত গড়ার প্রতিশ্রুতি বিজেপির ৷ দেশে অনুপ্রবেশ রুখতে জাতীয় নাগরিকত্ব বিল লাগু হবে বলে জানান রাজনাথ সিং ৷ রাম মন্দির তৈরির প্রতিশ্রুতিও বিজেপির ইশতাহারে রয়েছে ৷ ক্ষুদ্র ব্যবসায়ীদের পেনশনের প্রতিশ্রুতি বিজেপির ৷ কেন্দ্র ও রাজ্যের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও রয়েছে ইশতাহারে ৷ কলেজে আসনসংখ্যা বাড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে। দেশের সব কৃষককে বছরে ছ’হাজার টাকা দেওয়ারও প্রতিশ্রুতি রয়েছে বিজেপির ইশতাহারে।
বিজেপির ইশতাহারে ফের রাম মন্দির নিয়ে বিজেপির লক্ষ্যমাত্রা স্থির করল বিজেপি ৷ ইশতেহার প্রকাশের মঞ্চে রামমন্দির তৈরি নিয়ে নিজেদের অবস্থান অনড় রাখল গেরুয়া শিবির ৷ ইশতাহারের মারফত জানানো হয়েছে, বিজেপি ফের ক্ষমতায় এলে সংবিধান অনুসারেই অযোধ্যায় রাম মন্দির তৈরি করা হবে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2019 2:42 PM IST