'এর পর দেখব পাড়ার চায়ের দোকানে চাকরির নথি পাওয়া যাচ্ছে', বিস্ফোরক সুকান্ত মজুমদার  

Last Updated:

Sukanta Majumder: 'রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ দুর্নীতিকে তৃণমূল সরকার যে পর্যায়ে নিয়ে গেছে তা অকল্পনীয়'। মন্তব্য সুকান্তর। 

কলকাতা:  'আরও আগেই গ্রেফতার হলে ভাল হতো। এর মধ্যেই হয়তো অনেক নথি ও টাকা পাচার করে দিয়েছেন। সংবাদমাধ্যম থেকে জেনেছি ওর বাড়ি থেকে নাকি চাকরি সংক্রান্ত অনেক নথি পাওয়া গেছে। রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং নিয়োগ দুর্নীতিকে  তৃণমূল সরকার যে পর্যায়ে নিয়ে গেছে তা অকল্পনীয়। এরপর দেখা যাবে পাড়ার চায়ের দোকানে দোকানেও পাওয়া যাচ্ছে চাকরি সংক্রান্ত নথি'।
শান্তনু বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে এমনটাই প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, এবার নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে রাজ্যে ছাত্রদের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি
হুগলির বলাগড়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করল ইডি। গত ২০ জানুয়ারিই এই তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। সেই সময় তাঁর বাড়ি থেকে চাকরিপ্রার্থীদের নাম, অ্যাডমিট কার্ড, সুপারিশ পত্র পাওয়া গিয়েছিল।
advertisement
advertisement
তাঁর বাড়িতে কীভাবে এসেছিল ওই সব নথি? নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গেই বা তাঁর কী সম্পর্ক? সে সবই তাঁর কাছে জানতে চেয়েছিলেন ইডির আধিকারিকেরা। কিন্তু, সেই সমস্ত প্রশ্নের সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি ওই তৃণমূল নেতা।
তবে এই প্রথম নয়। এর আগেও ৭ বার তলব করা হয়েছিল কুন্তল ঘনিষ্ঠ তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। সূত্রের খবর, এই শান্তনুর সঙ্গে কুন্তলের একাধিক আর্থিক লেনদেনের হদিস পাওয়া গিয়েছে।
advertisement
নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের সঙ্গে নাকি কুন্তলের পরিচয় করিয়ে দিয়েছিলেন এই শান্তনুই। ইডি-র দাবি, এই শান্তনুই নাকি ঠিক করতেন, কত টাকায় স্কুলের চাকরি বিক্রি করা হবে।
এদিন দুপুর ১২টা নাগাদ তাঁর ব্যাঙ্কের যাবতীয় নথি পত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি-র সদর দফতরে শান্তনুকে তলব করেছিল ইডি। সেই মতো তিনি হাজিরাও দেন। তার পরে টানা ৭ ঘণ্টা চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ।
advertisement
আরও পড়ুন- বাইক দাঁড় করিয়ে রেখে ঝাঁপ, শনিবার হঠাৎ লঙ্কাকাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে
সূত্রের খবর, ইডি-র আধিকারিকরা তাঁকে তাঁর ব্যাঙ্ক থেকে হওয়া একাধিক মোটা টাকার লেনদেন নিয়ে প্রশ্ন করেন। কিন্তু, তার কোনওটারই সদুত্তর দিতে পারেননি এই তৃণমূল নেতা। এছাড়া, টলিউডের এক অভিনেত্রীর সঙ্গেও তাঁর যোগাযোগ নিয়ে প্রশ্ন তোলে ইডি। তা নিয়েও চুপ থেকেছেন শান্তনু।
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী 
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'এর পর দেখব পাড়ার চায়ের দোকানে চাকরির নথি পাওয়া যাচ্ছে', বিস্ফোরক সুকান্ত মজুমদার  
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement