Kolkata News: বাইক দাঁড় করিয়ে রেখে ঝাঁপ, শনিবার হঠাৎ লঙ্কাকাণ্ড দ্বিতীয় হুগলি সেতুতে
- Published by:Uddalak B
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Kolkata News: প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই যুবককে বিপদজনক অবস্থায় দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়৷
কলকাতা: বাইক দাঁড় করিয়ে রাখা আছে পাশেই৷ আর মুহূর্তে সেই বাইকের আরোহী হাজির দ্বিতীয় হুগলি সেতুর একেবারে কিণারায়৷ কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হল শনিবার সকালে৷ পুলিশের সন্দেহ, পারিবারিক অশান্তির দেরেই আত্মহত্যার চেষ্টা করেছেন ওই যুবক৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক শিয়ালদহ কোর্টের একজন আইনজীবী৷ তাঁর নাম মহম্মদ আরিফ আনসারি৷ তাঁর চেম্বার কাঁকুড়গাছিতে, সেখানেই থাকতেন বলে খবর৷ বয়স হয়েছিল ২৫ বছর৷ এদিন সকালে তিনি রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে রেখে হঠাৎই দ্বিতীয় হুগলি সেতুর ধারে চলে যান৷ সেখান থেকে তিনি ঝাঁপ দেন বলে খবর৷ কিছুক্ষণ তিনি ঝুলতে থাকেন৷
advertisement
advertisement
আরও পড়ুন: কুন্তল ঘোষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছিলেন বনি সেনগুপ্ত, কিন্তু কেন, জানালেন বাবা
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, ওই যুবককে বিপদজনক অবস্থায় দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে আসে৷ সেখানে এসে তাঁকে বোঝানোর চেষ্টা করতে থাকেন৷ এর পর খবর দেওয়া হয় পরিবারের লোকেদেরও৷ তাঁকে বোঝানোর চেষ্টা করতে থাকেন৷ কিন্তু তাতে লাভ হয়নি৷ তিনি ঝাঁপ দেন৷ পরিবারের লোক হেস্টিংস থানায় যান৷
advertisement
পরিবার সূত্রে খবর পাওয়া গিয়েছে, তিন বছর আগে বিবাহ হয়েছিল এই যুবকের৷ বাড়িতে দু’বছরের একটি সন্তানও ছিল৷ মনে করা হচ্ছে, পারিবারিক কোনও অশান্তি থাকলেও থাকতে পারে৷ সেই কারণেই তিনি আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন বলে খবর৷ পরিবার সূত্রে পুলিশকে এটাই জানানো হয়েছে৷ বলা হয়েছে, শনিবার সকালেও তাঁর সঙ্গে স্ত্রীয়ের সঙ্গে ঝগড়া-ঝাটি হয়৷ তারপরেই এই পদক্ষেপ করেন আরিফ৷ এখনও তাঁকে উদ্ধার করা যায়নি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 10:56 AM IST