Delhi Elections 2020: শাহিনবাগ নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, ওরা চায় না রাস্তা খুলুক: কেজরিওয়াল

Last Updated:

সোমবার ট্যুইটারে কেজরিওয়ালের আক্রমণ, 'শাহিনবাগে রাস্তা বন্ধ থাকার কারণে মানুষের অসুবিধা হচ্ছে৷ বিজেপি চায় না, ওই রাস্তা খুলে যাক৷ বিজেপি নোংরা রাজনীতি করছে৷

#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে দিল্লির শাহিনবাগে৷ সিএএ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সেই শান্তিপূর্ণ আন্দোলনে সব বয়সের ও সব ধর্মের পুরুষ ও মহিলারা অংশ নিচ্ছেন প্রতিদিন৷ এ হেন পরিস্থিতিতে বিজেপি-র 'টুকরে টুকরে গ্যাং' আক্রমণের জবাব দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ বললেন, শাহিনবাগের আন্দোলনকে বিজেপি নোংরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে৷ ভোটের পর তারা রাস্তা সাফ করে দেবে৷
advertisement
advertisement
সোমবার ট্যুইটারে কেজরিওয়ালের আক্রমণ, 'শাহিনবাগে রাস্তা বন্ধ থাকার কারণে মানুষের অসুবিধা হচ্ছে৷ বিজেপি চায় না, ওই রাস্তা খুলে যাক৷ বিজেপি নোংরা রাজনীতি করছে৷ বিজেপি-র নেতাদের উচিত অবিলম্বে শাহিনবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা এবং রাস্তা খোলার ব্যবস্থা করা৷ ভোটের পরেই রাস্তা খুলে যাবে৷'
এ দিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, 'কেজরিওয়াল, সিসোদিয়ারা শাহিনবাগের আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন৷ তাদের সমর্থন করছেন৷ কিন্তু যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না, মানুষ অফিস যেতে পারছেন না, অ্যাম্বুলেন্স ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারছে না, তখন চুপ করে আছেন৷' কেজরিওয়ালের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতিরও অভিযোগ করেন তিনি৷
advertisement
তাঁর কথায়, 'জেএনইউ-তে যখন টুকরে টুকরে স্লোগান উঠেছিল, তখন সেখানে গিয়েছিলেন আপ-এর নেতা৷' বিজেপি-র এই অভিযোগেরই এদিন জবাব দেন আপ সুপ্রিমো কেজরিওয়াল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Elections 2020: শাহিনবাগ নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, ওরা চায় না রাস্তা খুলুক: কেজরিওয়াল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement