Delhi Elections 2020: শাহিনবাগ নিয়ে নোংরা রাজনীতি করছে বিজেপি, ওরা চায় না রাস্তা খুলুক: কেজরিওয়াল
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সোমবার ট্যুইটারে কেজরিওয়ালের আক্রমণ, 'শাহিনবাগে রাস্তা বন্ধ থাকার কারণে মানুষের অসুবিধা হচ্ছে৷ বিজেপি চায় না, ওই রাস্তা খুলে যাক৷ বিজেপি নোংরা রাজনীতি করছে৷
#নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন ও এনআরসি-র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আন্দোলন চলছে দিল্লির শাহিনবাগে৷ সিএএ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সেই শান্তিপূর্ণ আন্দোলনে সব বয়সের ও সব ধর্মের পুরুষ ও মহিলারা অংশ নিচ্ছেন প্রতিদিন৷ এ হেন পরিস্থিতিতে বিজেপি-র 'টুকরে টুকরে গ্যাং' আক্রমণের জবাব দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল৷ বললেন, শাহিনবাগের আন্দোলনকে বিজেপি নোংরা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে৷ ভোটের পর তারা রাস্তা সাফ করে দেবে৷
शाहीन बाग़ में बंद रास्ते की वजह से लोगों को परेशानी हो रही है। भाजपा नहीं चाहती कि रास्ते खुलें। भाजपा गंदी राजनीति कर रही है। भाजपा के नेताओं को तुरंत शाहीन बाग़ जाकर बात करनी चाहिए और रास्ता खुलवाना चाहिए।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 27, 2020
advertisement
advertisement
সোমবার ট্যুইটারে কেজরিওয়ালের আক্রমণ, 'শাহিনবাগে রাস্তা বন্ধ থাকার কারণে মানুষের অসুবিধা হচ্ছে৷ বিজেপি চায় না, ওই রাস্তা খুলে যাক৷ বিজেপি নোংরা রাজনীতি করছে৷ বিজেপি-র নেতাদের উচিত অবিলম্বে শাহিনবাগে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা এবং রাস্তা খোলার ব্যবস্থা করা৷ ভোটের পরেই রাস্তা খুলে যাবে৷'
এ দিন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, 'কেজরিওয়াল, সিসোদিয়ারা শাহিনবাগের আন্দোলনকারীদের পাশে দাঁড়াচ্ছেন৷ তাদের সমর্থন করছেন৷ কিন্তু যখন ছাত্র-ছাত্রীরা স্কুলে যেতে পারছে না, মানুষ অফিস যেতে পারছেন না, অ্যাম্বুলেন্স ঠিক সময়ে হাসপাতালে পৌঁছতে পারছে না, তখন চুপ করে আছেন৷' কেজরিওয়ালের বিরুদ্ধে ভোট ব্যাঙ্কের রাজনীতিরও অভিযোগ করেন তিনি৷
advertisement
তাঁর কথায়, 'জেএনইউ-তে যখন টুকরে টুকরে স্লোগান উঠেছিল, তখন সেখানে গিয়েছিলেন আপ-এর নেতা৷' বিজেপি-র এই অভিযোগেরই এদিন জবাব দেন আপ সুপ্রিমো কেজরিওয়াল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2020 4:06 PM IST