আসন্ন নির্বাচনের আগে জনদরদী কেন্দ্র, জ্বালানির মূল্য নিয়ে শাসকদলকে তোপ বিরোধীদের

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ -লোকসভা নির্বাচন ও তার সঙ্গে তিন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন । তার আগেই সবথেকে বড় ঘোষণা করল কেন্দ্র । বর্ধিত জ্বালানির মূল্য থেকে দেশবাসীকে স্বস্তি দিতে লিটার প্রতি ১.৫০ টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন অরুণ জেটলি । অর্থমন্ত্রীর আর্জিতে সারা দিয়ে জ্বালানির মূল্যের উপর শুল্ক কমিয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও ত্রিপুরা । অন্য রাজ্যগুলির কাছেও জ্বালানির শুল্ক কমানোর আর্জি জানিয়েছেন অর্থমন্ত্রী ।
 নির্বাচনের আগেই জনদরদী প্রয়াসে কোনওরকম খামতি রাখছেন কেন্দ্রীয় শাসকদল । বিজেপি শাসিত রাজ্যগুলিও কেন্দ্রের সঙ্গে তাল মিলিয়েছে। তবে, আজকের এই ঘোষণাও বিরোধীদের তোপ থামাতে পারেনি । দাম কমানোর ঘোষণার পরই কংগ্রেসের তরফ থেকে জানানো হয় দেশের মানুষের যে ক্ষতি শাসকদল ইতিমধ্যেই করেছে তার তুলনায় এই প্রয়াসে কোনও লাভই হবে না । কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন আসন্ন নির্বাচন নিয়ে ত্রাসে রয়েছে বিজেপি ও সেই কারণেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নিয়েছে তাঁরা ।
advertisement
advertisement
advertisement
এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে একচোট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুল্কের নামে আগেই ১০ টাকা বাড়িয়েছে কেন্দ্র এই মর্মে ১০ টাকা কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি । তেলের দাম আড়াই টাকা কমিয়ে কিছু হবে না, আড়াই টাকা কমিয়ে ব্যঙ্গ করলেন অর্থমন্ত্রী, প্রশ্ন তুলেছেন মমতা । প্রসঙ্গত এর আগেই জ্বালানির দামের উপর ১ টাকা কমিয়েছিল তৃণমূল সরকার ।
advertisement
এছাড়াও কেন্দ্রের আর্জি মানতে নারাজ কর্ণাটক ও কেরলও । দুই রাজ্যের তরফ থেকেই জানানো হয়েছে তাঁরা জ্বালানির দাম কমাবেনা । বিশেষ করে সেপ্টেম্বরে জ্বালানির মূল্যে ২ টাকা ছাড় ঘোষণা করেছিল কর্ণাটক সরকার ।
বাংলা খবর/ খবর/দেশ/
আসন্ন নির্বাচনের আগে জনদরদী কেন্দ্র, জ্বালানির মূল্য নিয়ে শাসকদলকে তোপ বিরোধীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement