আসন্ন নির্বাচনের আগে জনদরদী কেন্দ্র, জ্বালানির মূল্য নিয়ে শাসকদলকে তোপ বিরোধীদের
Last Updated:
#নয়াদিল্লি: ২০১৯ -লোকসভা নির্বাচন ও তার সঙ্গে তিন রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন । তার আগেই সবথেকে বড় ঘোষণা করল কেন্দ্র । বর্ধিত জ্বালানির মূল্য থেকে দেশবাসীকে স্বস্তি দিতে লিটার প্রতি ১.৫০ টাকা শুল্ক কমানোর কথা ঘোষণা করেছেন অরুণ জেটলি । অর্থমন্ত্রীর আর্জিতে সারা দিয়ে জ্বালানির মূল্যের উপর শুল্ক কমিয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও ত্রিপুরা । অন্য রাজ্যগুলির কাছেও জ্বালানির শুল্ক কমানোর আর্জি জানিয়েছেন অর্থমন্ত্রী ।
advertisement
advertisement
Facing public ire and imminent defeat in the 5 election going states, Modi Government attempted to apply ‘Band Aid’ on the thousand wounds inflicted by it by massive profiteering in the prices of Petrol, Diesel, Kerosene, Cooking gas, CNG, PNG and Natural Gas. Statement:- pic.twitter.com/nuz22UNhcY
— Randeep Singh Surjewala (@rssurjewala) October 4, 2018
advertisement
এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে একচোট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুল্কের নামে আগেই ১০ টাকা বাড়িয়েছে কেন্দ্র এই মর্মে ১০ টাকা কর প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি । তেলের দাম আড়াই টাকা কমিয়ে কিছু হবে না, আড়াই টাকা কমিয়ে ব্যঙ্গ করলেন অর্থমন্ত্রী, প্রশ্ন তুলেছেন মমতা । প্রসঙ্গত এর আগেই জ্বালানির দামের উপর ১ টাকা কমিয়েছিল তৃণমূল সরকার ।
advertisement
এছাড়াও কেন্দ্রের আর্জি মানতে নারাজ কর্ণাটক ও কেরলও । দুই রাজ্যের তরফ থেকেই জানানো হয়েছে তাঁরা জ্বালানির দাম কমাবেনা । বিশেষ করে সেপ্টেম্বরে জ্বালানির মূল্যে ২ টাকা ছাড় ঘোষণা করেছিল কর্ণাটক সরকার ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2018 6:45 PM IST