পেট্রোল-ডিজেলের দাম ₹২.৫০/লিটার কমাল গুজরাট ও মহারাষ্ট্র
Last Updated:
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘোষণা করলেন, গুজরাটে জ্বালানির দাম ২.৫০ পয়সা প্রতি লিটারে কমানো হল৷ ফলে ওই রাজ্যে একলাফে ৫ টাকা কমে গেল পেট্রোল-ডিজেলের দাম৷
#আমেদাবাদ ও মুম্বই: পেট্রোল ও ডিজেলের দামের বাড়বাড়ন্তে দেশবাসীকে খানিক স্বস্তি দিতে আড়াই টাকা করে করছাড় ঘোষণা করেছে কেন্দ্র৷ কেন্দ্রের ঘোষণার পরেই পেট্রোল ও ডিজেলের দাম কমাল গুজরাট ও মহারাষ্ট্র সরকারও৷ জ্বালানির দাম লিটারে ৫ টাকা কমতে চলেছে উত্তরপ্রদেশেও৷
গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি ঘোষণা করলেন, গুজরাটে জ্বালানির দাম ২.৫০ পয়সা প্রতি লিটারে কমানো হল৷ ফলে ওই রাজ্যে একলাফে ৫ টাকা কমে গেল পেট্রোল-ডিজেলের দাম৷
We are thankful to our PM @narendramodi ji for the great relief provided to the people of India by the reduction of Excise duty and overall reduction in price by ₹2.50 per liter of petrol and diesel. This step proves the love and dedication of govt towards the people of India.
— Shahnawaz Hussain (@ShahnawazBJP) October 4, 2018
advertisement
advertisement
পেট্রোলের দামে আড়াই টাকা কমানোর কথা ঘোষণা করল মহারাষ্ট্র সরকারও৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘোষণার পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শাহনাওয়াজ হুসেন৷
Location :
First Published :
October 04, 2018 4:24 PM IST