মধ্যপ্রদেশ জয় করতে এবার সোশ্যাল মিডিয়া যুদ্ধে নামছে কংগ্রেস ও বিজেপি

Last Updated:

মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে সোশ্যাল মিডিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে কংগ্রেস ও বিজেপি ।

#ভোপাল:  মধ্যপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন । ২৩০টি আসন পাওইয়ার লড়াইটা  তাই এখন শুধুমাত্র চিরাচরিত প্রচারকার্যে আটকে রাখছেনা বিজেপি ও কংগ্রেস । নিজেদের সোশ্যাল মিডিয়ার পরিধি বৃদ্ধি করতে প্রায় ১.৫ লাখেরও বেশি সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দুই দল ।
এছাড়াও স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর লক্ষ্যে দুটি দল মিলিয়ে অন্তত দুই লক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে ।
advertisement
শাসকদল বিজেপি প্রায় ৭০,০০০ জন বিশেষজ্ঞ নিয়োগ করেছে ও তৈরি হয়েছে তাদের বিশেষ দল যার নাম 'সাইবার যোদ্ধা'। পিছিয়ে নেই কংগ্রেসও । প্রায় একই সংখ্যক বিশেষজ্ঞ নিয়ে গঠিত হয়েছে 'রাজীব কি সিপাই' । শুধুমাত্র ভোটবুথে নয়, সোশ্যাল মিডিয়াতেও একে অপরের বিরুদ্ধে লড়াইটা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েই করতে চলেছে বিজেপি ও কংগ্রেস । এই বিশেষজ্ঞদের আলাদাভাবে প্রশিক্ষণও দেবে দুই দল ।
advertisement
কর্মকর্তাদের মতে, তাঁদের প্রধান কাজ হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাদের দল সহ, স্থানীয় নেতা ও জাতীয় নেতাদের উপস্থিতি বৃদ্ধি করা। তাঁরা দলগুলোর ঘোষণাপত্র প্রচার করতেও সহায়তা করবে। বিরোধী দলের ব্যর্থতার কথা প্রচার করে নিজেদের দলের সাফল্যের কথাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে এদের কাজ ।
মধ্যপ্রদেশে বুথের সংখ্যা প্রায় ৬৫,০০০। প্রত্যেকটি বুথের নামেই চালু হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ । মধ্যপ্রদেশের সাতকোটি ভোটারদের মধ্যে প্রায় ৬০-৭০ শতাংশই স্মার্টফোন ব্যবহার করেন । হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রয়োগে কমপক্ষে ৩৫ শতাংশ ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে কংগ্রেস । বিজেপির লক্ষ্য প্রায় ৪০-৪৫ শতাংশ ভোটার ।
advertisement
বিজেপি মধ্যপ্রদেশ শাখার কন্টেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজির মুখ্য আধিকারিক শিবরাজ সিংহ দাবি জানিয়েছেন, ফেসবুক অপেক্ষা হোয়াটসঅ্যাপ অনেক দ্রুত তথ্য আদান-প্রদান করে, তাই হোয়াটসঅ্যাপকেই প্রচারমাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তাঁরা । আবার মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফ থেকে অভয় তিওয়ারি জানিয়েছেন, তাঁদের দল ফেসবুক ও হোয়াটসঅ্যাপ দুটি মাধ্যমকেই সমানভাবে ব্যবহার করবে ।
advertisement
৩০ আগস্ট থেকে 'স্বাধীন সিরিজ ক্যাম্পেন' এর মাধ্যমে ভূয়ো খবরের বিরুদ্ধে প্রচারকার্যে নামবে কংগ্রেস । এছাড়া সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেও প্রচার চালাবে কংগ্রেস ।
Report:  Kashif Kakvi 
বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যপ্রদেশ জয় করতে এবার সোশ্যাল মিডিয়া যুদ্ধে নামছে কংগ্রেস ও বিজেপি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement