BJP || ADR report: বিজেপি-কে ঢেলে অনুদান দিচ্ছে বিভিন্ন কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, ২০২১-২২ অর্থবর্ষে বিজেপি কত টাকা পেয়েছে জানেন?

Last Updated:

২০২১-২২ আর্থিক বছরে ১, ২৫৫টি অনুদান থেকে, কংগ্রেস ৯৫.৪ কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে। এনসিপি প্রায় ৫৮ কোটি টাকার অনুদান সংগ্রহ করেছে। 

নয়াদিল্লি: ২০২১-২২ অর্থ বছরে দেশে বিভিন্ন রাজনৈতিক দলকে সামগ্রিকভাবে কর্পোরেট এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি যে অনুদান দিয়েছে, তার ৮০ শতাংশই পেয়েছে বিজেপি। কর্পোরেট এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে বিজেপির পাওয়া অনুদানের পরিমাণ ৬১৪ কোটি টাকা। অর্থের পরিমাণের নিরিখে এর পরে স্থান কংগ্রেসের। যদিও, তা বিজেপিপ সঙ্গে কোনও প্রতিযোগিতাতেই আসে না। কংগ্রেসের পাওয়া অনুদানের পরিমাণ ৯৫ কোটি টাকা। তার পরেই ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)। এই অর্থ বর্ষে এনসিপি-র পাওয়া অনুদানের পরিমাণ ৫৮ কোটি টাকা।
জানা গিয়েছে, ২০২১-২২ অর্থ বছরে বিজেপির পাওয়া অনুদানের মোট অঙ্ক দেশের বাকি ৬টি রাজনৈতিক দলের ঘোষিত অনুদান মোট অঙ্কের তুলনায় প্রায় তিনগুণ বেশি।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস সংস্কার প্রকাশিত ২০২১-২২ আর্থিক বছরের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দেশের আটটি জাতীয় দলকে দান করা মোট তহবিলের (৭৮০ কোটি টাকা) প্রায় ৮০% (৬১৪ কোটি টাকা) পেয়েছে। গত বছরের তুলনায় বেড়েছে প্রাপ্ত অনুদানের অর্থও।
advertisement
advertisement
গত মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত এডিআর রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, আটটি জাতীয় দলকে দেওয়া অনুদানের ৮০% কর্পোরেট এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসেছে। যার পরিমাণ ৭৮০ কোটি টাকার মধ্যে ৬২৫ কোটি টাকা। অনুদানের বৃহত্তম সুবিধাভোগী হিসাবে, বিজেপি কর্পোরেট এবং ব্যবসায়িক সংস্থাগুলি থেকে ৫৪৮ কোটি টাকা পেয়েছে।
advertisement
এডিআর পরিসংখ্যানগুলি ২০২২ সালের নভেম্বরে প্রকাশ করেছিল ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)৷ নির্বাচন সংস্থা বলেছিল যে, ২০২১-২২ আর্থিক বছরের জন্য, বিজেপি ৬১৪.৫২ কোটি টাকা পেয়েছে। কংগ্রেস ৯৫.৪৫ কোটি টাকা এবং আম আদমি পার্টি (AAP) ৪৪.৫৪ কোটি টাকা অনুদান পেয়েছে।
রিপোর্টে দেখা গেছে, যে আটটি জাতীয় দল মিলে ২০২১-২২ সালে মোট ৭,১৪১ সংখ্যক অনুদান পেয়েছিল, তার মোট পরিমাণ ৭৮০.৭ কোটি টাকা। এর পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় ৩০% বেড়েছে বলে জানা গিয়েছে। গত বছরের ADR রিপোর্ট অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের জন্য ৫৯৩.৭ কোটি টাকা এসেছিল।
advertisement
আরও পড়ুন: বিজেপি-ও 'ভয়' পায় এই 'রাজা'কে! রইল ত্রিপুরার 'কিং'-এর 'কিং মেকার' হয়ে ওঠার কাহিনি
বিজেপির একটি বিশদ বিবরণ অনুযায়ী, তারা ২০২১-২২ অর্থবর্ষে ৪, ৯৫৭টি অনুদান থেকে মোট ৬১৪.৬২৬ কোটি টাকা পেয়েছে। সেই তুলনায়, বিজেপি ২০২০-২১ আর্থিক বছরের জন্য ২,২০৬টি অনুদান থেকে মোট ৪৭৭.৫ কোটি টাকা পেয়েছে তারা।
২০২১-২২ আর্থিক বছরে ১, ২৫৫টি অনুদান থেকে, কংগ্রেস ৯৫.৪ কোটি টাকা তহবিল সংগ্রহ করেছে। এনসিপি প্রায় ৫৮ কোটি টাকার অনুদান সংগ্রহ করেছে।
advertisement
আরও পড়ুন: বিধানসভায় ম্যাজিক ফিগার নিয়েই ফিরবে বিজেপি, আত্মবিশ্বাসী ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস রিপোর্ট অনুযায়ী ২০২১-২২ এর জন্য অনুদানের আকারে বিজেপি যে তহবিল পেয়েছে, তা ছয়টি জাতীয় দল - INC, NCP, CPI, CPI(M), NPEP এবং AITC - দ্বারা ঘোষিত মোট তহবিলের তিনগুণেরও বেশি ।
পাশাপাশি, রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে, বহুজন সমাজ পার্টি (বিএসপি) উল্লেখযোগ্য ভাবে তারা জানিয়েছে যে তাদের দল আজ পর্যন্ত ২০ হাজার টাকার বেশি কোনও অনুদান পায়নি।
advertisement
সৌরভ তিওয়ারি
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
BJP || ADR report: বিজেপি-কে ঢেলে অনুদান দিচ্ছে বিভিন্ন কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, ২০২১-২২ অর্থবর্ষে বিজেপি কত টাকা পেয়েছে জানেন?
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement