স্কুল ইউনিফর্মই ডেকে আনল মৃত্যু

Last Updated:

কুল ইউনিফর্ম পরাটাই কাল হল মেয়েটার ৷ স্কুলের পোশাক পরার কয়েক মিনিটের মধ্যে খুদে মেয়েটির উপর নেমে এল মৃত্যু ৷

#রায়পুর: স্কুল ইউনিফর্ম পরাটাই কাল হল মেয়েটার ৷ স্কুলের পোশাক পরার কয়েক মিনিটের মধ্যে খুদে মেয়েটির উপর নেমে এল মৃত্যু ৷ অদ্ভুত এক দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেল আট বছরের এক স্কুল ছাত্রী ৷
স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ৷ কতক্ষণে স্কুল পৌঁছবে তার জন্য আর তর সইছিল না ছোট্ট মেয়েটির ৷ সকাল থেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না জুড়েছিল আট বছরের অমৃতা ব্রিঞ্জওয়ার ৷ সময়ের আগেই তাঁর জেদের কাছে হার মেনে তড়িঘড়ি স্কুলের জন্য তৈরি করে দেওয়া হয় অমৃতাকে ৷ কিন্তু স্কুলের পোশাক পরার কিছুক্ষণের মধ্যেই তীব্র যন্ত্রণা অনুভব করে খুদে মেয়েটি ৷
advertisement
যন্ত্রণায় ছটফট করতে শুরু করলে অমৃতার বাবা-মা তাঁর কাছে ছুটে আসে ৷ কোথায় ব্যথা হচ্ছে দেখতে গিয়ে তাঁরা আবিষ্কার করে অমৃতাকে একটি সাপ অমৃতাকে ছোবল মেরেছে ৷ সাপটি লুকিয়ে ছিল অমৃতার পোশাকের মধ্যেই ৷ তাড়াহুড়োয় স্কুল ইউনিফর্ম পরানোর সময় সাপটি কারও নজরে পড়েনি ৷
advertisement
দেরি না করে ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ ততক্ষণে জ্ঞান হারিয়েছে অমৃতা ৷ সঙ্গে সঙ্গে সাপের বিষের অ্যান্টিডোট দেওয়া হয় তাঁকে ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অমৃতাকে ৷ স্কুল পোশাকে লুকিয়ে থাকা সাপের মারণ কামড়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় খুদে মেয়েটির ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রিঙ্গানিয়া গ্রামে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
স্কুল ইউনিফর্মই ডেকে আনল মৃত্যু
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement