স্কুল ইউনিফর্মই ডেকে আনল মৃত্যু
Last Updated:
কুল ইউনিফর্ম পরাটাই কাল হল মেয়েটার ৷ স্কুলের পোশাক পরার কয়েক মিনিটের মধ্যে খুদে মেয়েটির উপর নেমে এল মৃত্যু ৷
#রায়পুর: স্কুল ইউনিফর্ম পরাটাই কাল হল মেয়েটার ৷ স্কুলের পোশাক পরার কয়েক মিনিটের মধ্যে খুদে মেয়েটির উপর নেমে এল মৃত্যু ৷ অদ্ভুত এক দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেল আট বছরের এক স্কুল ছাত্রী ৷
স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ৷ কতক্ষণে স্কুল পৌঁছবে তার জন্য আর তর সইছিল না ছোট্ট মেয়েটির ৷ সকাল থেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না জুড়েছিল আট বছরের অমৃতা ব্রিঞ্জওয়ার ৷ সময়ের আগেই তাঁর জেদের কাছে হার মেনে তড়িঘড়ি স্কুলের জন্য তৈরি করে দেওয়া হয় অমৃতাকে ৷ কিন্তু স্কুলের পোশাক পরার কিছুক্ষণের মধ্যেই তীব্র যন্ত্রণা অনুভব করে খুদে মেয়েটি ৷
advertisement
যন্ত্রণায় ছটফট করতে শুরু করলে অমৃতার বাবা-মা তাঁর কাছে ছুটে আসে ৷ কোথায় ব্যথা হচ্ছে দেখতে গিয়ে তাঁরা আবিষ্কার করে অমৃতাকে একটি সাপ অমৃতাকে ছোবল মেরেছে ৷ সাপটি লুকিয়ে ছিল অমৃতার পোশাকের মধ্যেই ৷ তাড়াহুড়োয় স্কুল ইউনিফর্ম পরানোর সময় সাপটি কারও নজরে পড়েনি ৷
advertisement
দেরি না করে ছোট্ট মেয়েটিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ ততক্ষণে জ্ঞান হারিয়েছে অমৃতা ৷ সঙ্গে সঙ্গে সাপের বিষের অ্যান্টিডোট দেওয়া হয় তাঁকে ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি ৷ চিকিৎসকদের শত প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি অমৃতাকে ৷ স্কুল পোশাকে লুকিয়ে থাকা সাপের মারণ কামড়ে এক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় খুদে মেয়েটির ৷ ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রিঙ্গানিয়া গ্রামে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 17, 2016 5:14 PM IST