Bird Flu Scare: বার্ড ফ্লুর দাপটে দ্রুত কমছে চিকেনের দাম! সুযোগ বুঝে চড়া দামে বিক্রি হচ্ছে মাটন, মাছ, কোথায় জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Bird Flu Scare: বার্ড ফ্লুর প্রাদুর্ভাব অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার ভোক্তাদের আচরণে বড় পরিবর্তন এনেছে। মুরগির চাহিদা হঠাৎ করেই কমে যাওয়ায় এর দামও ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে, এর ফলে মাটন ও মাছের চাহিদা বেড়ে গিয়েছে, যার কারণে এই পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
হায়দরাবাদ: মাটনের দাম বৃদ্ধি – তেলুগু রাজ্যগুলিতে মাটনের দাম দ্রুত বাড়ছে। হায়দরাবাদে মাটনের দাম ২০০ টাকা বেড়ে প্রতি কেজি ১,২০০ টাকায় পৌঁছেছে, যেখানে বার্ড ফ্লুর আগে মাটনের দাম ছিল ৮৫০ টাকা প্রতি কেজি। করিমনগর জেলায় মাটনের দাম ৮০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা প্রতি কেজি হয়েছে।
একজন মাটন ব্যবসায়ী বলেছেন, “বার্ড ফ্লু কারণে বাজারে মাটনের চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে বিয়ের মৌসুমে এই চাহিদা আরও বাড়ছে, ফলে মাটনের দাম ১,২০০ টাকা প্রতি কেজি পর্যন্ত পৌঁছতে পারে।”
advertisement
করিমনগরের এক মাটনের দোকান আগে প্রতিদিন ৩০০ কেজি মাটন বিক্রি করত, কিন্তু বার্ড ফ্লুর পর এই সংখ্যা বেড়ে ৫০০ কেজি হয়েছে।
advertisement
মাছের দামও ঊর্ধ্বমুখী গোদাবরী অঞ্চলে মাটনের দাম ৮০০ টাকা থেকে বেড়ে ১,০০০ টাকা প্রতি কেজি হয়েছে। একইভাবে, মাছের বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে। অনেক মাছ ব্যবসায়ী বিভিন্ন প্রজাতির মাছের দাম প্রতি কেজিতে ১০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন।
কাকিনাড়ার এক ক্ষুদ্র ব্যবসায়ী জানান, “আমরা শুধু মধ্যস্থতাকারী, বড় ব্যবসায়ীরাই বাজারের চাহিদা অনুযায়ী দাম বাড়াচ্ছেন।”
advertisement
আরও পড়ুন: নেশার ঘোরে প্রাক্তন প্রেমিকার বাড়িতে চড়াও ‘রাহুল’! গালিগালাজের পর জ্বালিয়ে দিল বাইক, গাড়িও…
হায়দরাবাদের মুশিরাবাদ মাছ বাজারে রবিবার ৬০ টন মাছ বিক্রি হয়েছে, যেখানে সাধারণত ৪০ টন মাছ বিক্রি হয়। এই অতিরিক্ত চাহিদার কারণে মাছের দামও বেড়ে গেছে। জনপ্রিয় রাভা ও বোচা মাছের দাম প্রতি কেজিতে ২০-৪০ টাকা বেড়েছে।
advertisement
বিশাখাপত্তনমে ভেঞ্জারাম ও কনাম মাছের দাম ৩০০-৪০০ টাকা থেকে বেড়ে ৬০০-৭০০ টাকা প্রতি কেজি হয়েছে। অ্যাপোলো মাছের দাম ২৪০ টাকা থেকে বেড়ে ৩৬০ টাকা প্রতি কেজি হয়েছে। বোচা মাছের দামও ১২০ টাকা থেকে বেড়ে ১৭০ টাকা প্রতি কেজি হয়েছে।
মুরগির বাজারে ধস, বিনামূল্যে চিকেন ফেয়ার – মুরগির বাজার চাঙা করতে তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের পোলট্রি কোম্পানিগুলি ফ্রি চিকেন ফেয়ারের আয়োজন করছে। বার্ড ফ্লুর পর মুরগির দাম ২৫০ টাকা থেকে কমে ১০০ টাকা প্রতি কেজি হয়েছে।
advertisement
রাজান্না সিরসিল্লা জেলায় বিনামূল্যে চিকেন ফেয়ার আয়োজন করেছে ভেঙ্কব চিকেন কোম্পানি। তাদের একজন মুখপাত্র বলেছেন, \”আমরা মানুষের ভুল ধারণা দূর করতে চাই। চিকিৎসকরা আগেই জানিয়েছেন, বার্ড ফ্লু মুরগির মাধ্যমে মানুষের শরীরে ছড়ায় না।\”
পোলট্রি কোম্পানিগুলোর আশা, এই প্রচেষ্টার মাধ্যমে মুরগি ও ডিমের চাহিদা আবার স্বাভাবিক হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2025 12:57 AM IST