Ex Girlfriend Attack: নেশার ঘোরে প্রাক্তন প্রেমিকার বাড়িতে চড়াও 'রাহুল'! গালিগালাজের পর জ্বালিয়ে দিল বাইক, গাড়িও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Ex Girlfriend Attack: প্রাক্তন প্রেমিকার বাড়িতে গিয়ে গাড়িতে আগুন! বেঙ্গালুরুতে অপরাধীর ভয়ঙ্কর প্রতিশোধ। গোটা ঘটনাটি জানলে অবাক হয়ে যাবেন...
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। শনিবার গভীর রাতে এক ব্যক্তি তাঁর প্রাক্তন প্রেমিকার অ্যাপার্টমেন্টের বাইরে দু’টি গাড়ি ও একটি বাইকে আগুন লাগিয়ে দেয়। দক্ষিণ বেঙ্গালুরুর সুব্রহ্মণ্যপুরা থানার এলাকায় এই ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
অভিযুক্তের নাম রাহুল, যিনি একজন কুখ্যাত অপরাধী বলে পুলিশ জানিয়েছে। তিনি ‘স্টার’ রাহুল নামেও পরিচিত এবং তাঁর বিরুদ্ধে এক ডজনেরও বেশি অপরাধমূলক মামলা রয়েছে, যার মধ্যে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগও রয়েছে। ২০২২ সালে গ্রেপ্তার এড়াতে গিয়ে পুলিশ তাঁকে গুলি করেছিল বলেও জানা গেছে।
advertisement
advertisement
কী ঘটেছিল ওই রাতে? পুলিশ সূত্রে খবর, রবিবার মাঝরাতে রাহুল ও তাঁর এক সঙ্গী মোটরসাইকেলে করে তাঁর প্রাক্তন প্রেমিকার বাবার বাড়ির সামনে পৌঁছান। সেখানেই তিনি ওই ব্যক্তির উদ্দেশে চিৎকার করে অভিযোগ করতে থাকেন, গালাগালিও দেন। বারবার এই কথাই শোনা যায় যে, তাঁর মেয়ে ও রাহুলের সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য মেয়ের বাবাই দায়ী।
advertisement
যখন কেউ তাঁর সামনে আসেনি, তখন রাহুল ওই ব্যক্তির ছেলের বাইকে আগুন লাগিয়ে দেন। এরপর তিনি চলে যান অন্য একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে, যেখানে তাঁর প্রাক্তন প্রেমিকা তাঁর মায়ের সঙ্গে থাকতেন। সেখানে পার্কিং লটে গিয়ে তিনি প্রেমিকার মায়ের গাড়িতে আগুন লাগিয়ে দেন। আগুনের ফলে পাশের আরও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন: ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা! সারাদিন কাজের পর আর বাড়ি ফেরা হল না ৭ শ্রমিকের, অটোকে পিষে দিল ট্রাক…
advertisement
এই ঘটনার সময় এক নিরাপত্তারক্ষী বাধা দেওয়ার চেষ্টা করলে, রাহুল তাঁকেও আক্রমণ করেন এবং তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশি তদন্ত ও অভিযানের অগ্রগতি – ঘটনার পর পুলিশ তিনটি পৃথক মামলা দায়ের করেছে এবং অভিযুক্ত রাহুলের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। বেঙ্গালুরু জুড়ে তাঁকে ধরতে তৎপর রয়েছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 24, 2025 10:24 PM IST