নতুন মোটর বাইক আইনে ১.১৩ লাখ টাকা জরিমানা হল ওড়িশার যুবকের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
ওই যুবকের কাছে না আছে উপযুক্ত রেজিস্ট্রেশন, না আছে ড্রাইভিং লাইসেন্স । মধ্যপ্রদেশে কেনা গাড়ি তিনি ওড়িশায় চালাচ্ছেন ।
#রায়গড়: নতুন মোটর ভেহিকল আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে । সে গুলো সম্বন্ধে ভাল করে জানা না থাকলে কিন্তু রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন আপনিও । যেমন ঘটনা ঘটল ওড়িশার এক যুবকের সঙ্গে । মোটর ভেহিকল আইন অমান্য করায় ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা হল তাঁর ।
পুলিশ সূত্রে খবর, প্রকাশ বানজারা নামের ওই যুবক মধ্যপ্রদেশের মন্দসার জেলার অমরপুরা গ্রামের বাসিন্দা । পানীয় জলের ব্যবসা তাঁর । জল ভর্তি বড় বড় ড্রাম বাইকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে ওড়িশায় এসে ব্যবসা করেন তিনি ।
বুধবার ওড়িশার রায়গড় শহরের ডিআইবি মোড়ের কাছে হেলমেট না পরে গাড়ির চালানোর অপরাধে ট্রাফিক পুলিশ তাঁকে ধরে । গাড়ির সমস্ত কাগজপত্র দেখতে চায় । এরপরেই দেখা যায়, বিস্তর গোলমাল রয়েছে নথিতে । ওই যুবকের কাছে না আছে উপযুক্ত রেজিস্ট্রেশন, না আছে ড্রাইভিং লাইসেন্স । মধ্যপ্রদেশে কেনা গাড়ি তিনি ওড়িশায় চালাচ্ছেন । কিন্তু সে জন্য কোনও রকম রেজিস্ট্রেশন করানো নেই তাঁর । নেই ড্রাইভিং লাইসেন্সও । নেই গাড়ির ইনস্যুরেন্স । এমনকি তিনি হেলমেট না পরেই বাইক চালাচ্ছিলেন ।
advertisement
advertisement
এরপরেই প্রকাশ বানজারাকে ১ লাখ ১৩ হাজার টাকার জরিমানা করে ট্রাফিক পুলিশ । তাঁকে ওই টাকা শীঘ্রই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 14, 2021 12:54 PM IST