নতুন মোটর বাইক আইনে ১.১৩ লাখ টাকা জরিমানা হল ওড়িশার যুবকের

Last Updated:

ওই যুবকের কাছে না আছে উপযুক্ত রেজিস্ট্রেশন, না আছে ড্রাইভিং লাইসেন্স । মধ্যপ্রদেশে কেনা গাড়ি তিনি ওড়িশায় চালাচ্ছেন ।

#রায়গড়: নতুন মোটর ভেহিকল আইনে বেশ কিছু পরিবর্তন এসেছে । সে গুলো সম্বন্ধে ভাল করে জানা না থাকলে কিন্তু রাস্তাঘাটে বিপদে পড়তে পারেন আপনিও । যেমন ঘটনা ঘটল ওড়িশার এক যুবকের সঙ্গে । মোটর ভেহিকল আইন অমান্য করায় ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা হল তাঁর ।
পুলিশ সূত্রে খবর, প্রকাশ বানজারা নামের ওই যুবক মধ্যপ্রদেশের মন্দসার জেলার অমরপুরা গ্রামের বাসিন্দা । পানীয় জলের ব্যবসা তাঁর । জল ভর্তি বড় বড় ড্রাম বাইকে নিয়ে মধ্যপ্রদেশ থেকে ওড়িশায় এসে ব্যবসা করেন তিনি ।
বুধবার ওড়িশার রায়গড় শহরের ডিআইবি মোড়ের কাছে হেলমেট না পরে গাড়ির চালানোর অপরাধে ট্রাফিক পুলিশ তাঁকে ধরে । গাড়ির সমস্ত কাগজপত্র দেখতে চায় । এরপরেই দেখা যায়, বিস্তর গোলমাল রয়েছে নথিতে । ওই যুবকের কাছে না আছে উপযুক্ত রেজিস্ট্রেশন, না আছে ড্রাইভিং লাইসেন্স । মধ্যপ্রদেশে কেনা গাড়ি তিনি ওড়িশায় চালাচ্ছেন । কিন্তু সে জন্য কোনও রকম রেজিস্ট্রেশন করানো নেই তাঁর । নেই ড্রাইভিং লাইসেন্সও । নেই গাড়ির ইনস্যুরেন্স । এমনকি তিনি হেলমেট না পরেই বাইক চালাচ্ছিলেন ।
advertisement
advertisement
এরপরেই প্রকাশ বানজারাকে ১ লাখ ১৩ হাজার টাকার জরিমানা করে ট্রাফিক পুলিশ । তাঁকে ওই টাকা শীঘ্রই জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন মোটর বাইক আইনে ১.১৩ লাখ টাকা জরিমানা হল ওড়িশার যুবকের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement