Ladakh in Motorcycle বাইকে লাদাখ যাবেন? বিপদ শুধু পথে নয়, মাশুল দিলেন ২৭ বছরের যুবক

Last Updated:

আদতে উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা চিন্ময় গত ২২ অগাস্ট লাদাখের উদ্দেশ্যে রওনা দেন৷ ২৬ তারিখ তিনি ফোনে বাবাকে জানান, তাঁর মাথায় যন্ত্রণা করছে৷ চিন্ময়ের বাবা তখন তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নয়ডা: যাঁরা মোটরসাইকেল নিয়ে অভিযানে যেতে ভালবাসেন, তাঁদের প্রত্যেকেরই লক্ষ্য থাকে বাইক নিয়ে লাদাখ সফর করা৷ কিন্তু সেই স্বপ্নপূরণ করতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল এক বাইকারের৷ নয়ডার কর্মরত ওই যুবকের নাম চিন্ময় শর্মা৷ একাই বাইক নিয়ে লাদাখ সফরে গিয়েছিলেন ২৭ বছর বয়সি চিন্ময়৷ কিন্তু সফরের মাঝেই লেহতে ২৯ অগাস্ট উচ্চাজনিত সমস্যায় অসুস্থ হয়ে মৃত্যু হয় চিন্ময়ের৷ জানা গিয়েছে, অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে একটি বেসরকারি সংস্থায় কর্মরত চিন্ময়ের৷
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, আদতে উত্তরপ্রদেশের মুজফফরনগরের বাসিন্দা চিন্ময় গত ২২ অগাস্ট লাদাখের উদ্দেশ্যে রওনা দেন৷ ২৬ তারিখ তিনি ফোনে বাবাকে জানান, তাঁর মাথায় যন্ত্রণা করছে৷ চিন্ময়ের বাবা তখন তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন৷
advertisement
advertisement
ওই দিনই রাতে চিন্ময় তাঁর বাবাকে শ্বাসকষ্টের কথা জানান৷ তখন লেহতে যে হোটেলে চিন্ময় উঠেছিলেন, সেখানকার ম্যানেজারকে ওই যুবকের বাবা অনুরোধ করেন. তাঁর ছেলেকে যেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ছেলের অসুস্থতার খবর পেয়ে তাঁর বাবা-মাও লেহ রওনা হন৷ কিন্তু ২৯ তারিখ তাঁরা লেহতে পৌঁছনোর কিছুক্ষণ আগেই চিকিৎসাধীন অবস্থায় চিন্ময়ের মৃ্ত্যM হয়৷ চিন্ময় তাঁর বাবা মায়ের একমাত্র সন্তান ছিলেন৷ চিন্ময়ের বাবা মা মুজফফরনগরের স্কুলে শিক্ষক-শিক্ষিকা৷
advertisement
সমতল থেকে প্রায় দশ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লেহ৷ বিশেষজ্ঞরা পরামর্শ দেন, এই ধরনের উচ্চতায় গিয়ে অন্তত তিন দিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া উচিত৷ ঘন ঘন শরীরে অক্সিজিন সরবরাহে তারতম্য ঘটলে হাই অলটিচ্যুড সিকনেসের মতো সমস্যা দেখা দিতে পারে৷ যার মূল উপসর্গই হল বমি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরার মতো সমস্যা৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ladakh in Motorcycle বাইকে লাদাখ যাবেন? বিপদ শুধু পথে নয়, মাশুল দিলেন ২৭ বছরের যুবক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement