মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলেই হাতে ১৩ লক্ষ! পর্দা ফাঁস করল পুলিশ

Last Updated:

মহিলাদের অন্তঃসত্ত্বা করতে না পারলেও ৫ লক্ষ অন্তত দেওয়া হবে বলেও পুরুষদের আশ্বস্ত করা হত৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পাটনা: মহিলাদের অন্তঃসত্ত্বা করে দিলেই মিলবে ১৩ লক্ষ টাকা৷ তাও আবার কোন মহিলাকে অন্তঃসত্ত্বা করতে চান, রীতিমতো ছবি দেখে তা পছন্দ করতে পারবেন পুরুষরা৷ বিহারে বেশ কিছু দিন ধরেই সক্রিয় ছিল এমনই এক চক্র৷ শেষ পর্যন্ত ওই চক্রের কীর্তি ফাঁস করেছে বিহার পুলিশ৷ বিহারের নওয়াদা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে ৮ অভিযুক্তকে৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ওই চক্রের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ করা হত৷ অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস নামে এই প্রতারণা চক্র চলত৷ পুরুষদের প্রস্তাব দিয়ে বলা হত, সন্তান ধারণ করতে পারেননি এমন মহিলাদের অন্তঃসত্ত্বা করে দিতে পারলেই ১৩ লক্ষ টাকা দেওয়া হবে৷ আগ্রহী পুরুষদের থেকে এর জন্য ৭৯৯ টাকা করে রেজিস্ট্রেশন ফি নেওয়া হত৷
advertisement
advertisement
এই রেজিস্ট্রেশন ফি দিলেই পুরুষদের কাছে বেশ কয়েকজন মহিলার ছবি পাঠানো হত৷ বলা হত, কোন মহিলাকে ওই ব্যক্তি অন্তঃসত্ত্বা করতে চান, তা ছবি দেখে বেছে নিতে৷ এই বাছাই পর্ব হলে আবার সিকিউরিটি ডিপোজিট বাবদ ওই পুরুষের থেকে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হত৷ যে মহিলাকে সংশ্লিষ্ট ব্যক্তি বেছে নিচ্ছেন, সেই মহিলা কতটা আকর্ষণীয় তার উপরে নির্ভর করত সিকিউরিটি ডিপোজিটের অঙ্ক৷
advertisement
বিহারের নওয়াদা জেলার পুলিশ সুপার জানিয়েছেন, মহিলাদের অন্তঃসত্ত্বা করতে না পারলেও ৫ লক্ষ অন্তত দেওয়া হবে বলেও পুরুষদের আশ্বস্ত করা হত৷
এই চক্রের খবর পেয়েই নওয়াদা জেলায় তল্লাশি চালায় বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ তল্লাশি অভিযানে ওই চক্রের ডেরা থেকে মোবাইল ফোন এবং প্রিন্টার উদ্ধার করেছে পুলিশ৷ ওই চক্রের মূল মাথাকে অবশ্য খুঁজছে পুলিশ৷ তবে পুলিশ জানিয়েছে, এটি একটি দেশজোড়া সাইবার প্রতারণা চক্রের অংশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মহিলাদের অন্তঃসত্ত্বা করতে পারলেই হাতে ১৩ লক্ষ! পর্দা ফাঁস করল পুলিশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement