Puri Tour: পুরী ঘুরতে গিয়ে চরম বিপদ! বাড়ি ফিরতেই মাথায় হাত চুঁচুড়ার বাসিন্দার

Last Updated:

Puri Tour: দিন দশেক আগে পরিবার নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন চুঁচুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তারবাগানের বাসিন্দা মানস কুমার মণ্ডল

বাড়ি ফিরতেই মাথায় হাত চুঁচুড়ার বাসিন্দার
বাড়ি ফিরতেই মাথায় হাত চুঁচুড়ার বাসিন্দার
চুঁচুড়া: বাঙালির পছন্দের ঘুরতে যাওয়ার জায়গাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, দিঘা এবং পুরী। বছরের ১২ মাসই পুরীতে ভিড় থাকে পর্যটকদের। বর্ষশেষের সময়ে প্রচুর পর্যটক ভিড় করেন পুরীতে। সেই মতো ছুটিতে পুরী বেড়াতে গিয়েছিলেন চুঁচুড়ার বাসিন্দা চুঁচুড়ার অন্তার বাগানের বাসিন্দা মানস কুমার মণ্ডল। কিন্তু সেখান থেকে ফিরেই কার্যত মাথায় হাত তাঁদের।
দিন দশেক আগে পরিবার নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলেন চুঁচুড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তারবাগানের বাসিন্দা মানস কুমার মণ্ডল। শনিবার রাতে বাড়ি ফিরে দেখেন বাড়ির আলমারি খোলা। সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় পরে রয়েছে। আলমারির লকার ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মাথায় হাত পরে যায় মণ্ডল পরিবারের।
advertisement
advertisement
নগদ টাকা-সহ সোনার গহনা চুরি গেছে বলে জানান মানস বাবু। খবর দেওয়া হয় চুঁচুড়া থানার পুলিশকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খবর পেয়ে বাড়িতে যান স্থানীয় কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী। তিনি বলেন, চুরি হয়েছে ফাঁকা বাড়িতে তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
ওই বাড়িতে প্রচুর টাকা খোয়া গেছে বলে অভিযোগ মণ্ডল পরিবারের। পুরী ঘুরে এসে এমন সাংঘাতিক কাণ্ড হবে তা কল্পনাও করতে পারেননি তাঁরা।
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puri Tour: পুরী ঘুরতে গিয়ে চরম বিপদ! বাড়ি ফিরতেই মাথায় হাত চুঁচুড়ার বাসিন্দার
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement