Bihar Election Results 2025: '২০২০ সালের 'ভুল' যদি আবার হয়...' বিহারের ভাগ্য নির্ধারণের আগেই চরম হুঁশিয়ারি তেজস্বীর

Last Updated:

Bihar Election Results 2025: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তেজস্বী যাদব। ‘মহাগঠবন্ধন’-এর নেতা তথা লালুপুত্র সাফ জানিয়ে দিলেন, "সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, তাঁদের জোট, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে একইসঙ্গে এদিন প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও দিলেন তেজস্বী। “২০২০-র মতো ভুল যদি আবারও হয়, তাহলে জনগণই এর জবাব দেবে।”

Bihar Election Results 2025
Bihar Election Results 2025
পটনা: বিহার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগেই বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন তেজস্বী যাদব। ‘মহাগঠবন্ধন’-এর নেতা তথা লালুপুত্র সাফ জানিয়ে দিলেন, “সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে, তাঁদের জোট, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে একইসঙ্গে এদিন প্রশাসনকে কড়া হুঁশিয়ারিও দিলেন তেজস্বী। “২০২০-র মতো ভুল যদি আবারও হয়, তাহলে জনগণই এর জবাব দেবে।”
বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাক্কালে, এনডিএ-র ক্ষমতায় ফিরে আসা কার্যত সময়ের অপেক্ষা বলে পূর্বাভাস দেওয়া সমস্ত এক্সিট পোলগুলিকে রীতিমতো প্রত্যাখ্যান করে আরজেডি নেতা তেজস্বী যাদব জোর দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদের দখল নিতে চলেছে মহাগঠবন্ধন।
advertisement
advertisement
বৃহস্পতিবার পটনায় এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তেজস্বী যাদব গণনা প্রক্রিয়াতে যে কোনও রকম অসদাচরণের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “২০২০ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তেজস্বী অভিযোগ করেন, “তখনও জনমত মহাগঠবন্ধনের পক্ষেই ছিল, কিন্তু কিছু অফিসারের কারচুপির ফলেই ফলাফল ঘুরে যায়।”
advertisement
তেজস্বী বলেন, “আমরা নিশ্চিত, এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করছি। আমাদের কর্মীরা সব গণনাকেন্দ্রে সতর্ক হয়েই রয়েছেন।” তাঁর হুঁশিয়ারি, “যদি প্রশাসন আবার ২০২০ সালের মতো কোনও ভুল করে, সীমা লঙ্ঘন করে, সংবিধান-বহির্ভূত কিছু করে বা অন্য কারও নির্দেশে কাজ করে, তাহলে জনতা নিজেরাই ব্যবস্থা নেবে।”
advertisement
তেজস্বীর কথায়, “বিহারের মানুষ এবার এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি দাবি করেন, “আমরা স্বচ্ছ ব্যবধানে জিতছি। আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গণনা সম্পন্ন করবে।” তিনি অভিযোগ করে বলেন, “অফিসারদের উপর দিল্লি থেকে নির্দেশ আসছে। ভোটগণনায় দেরি করানোর আশঙ্কাও রয়েছে, তবে আমাদের কর্মীরা সতর্ক।”
advertisement
ফল ঘোষণার আগের রাতে তেজস্বীর বাসভবনে মহাগঠবন্ধনের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন। রাত সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ওই বৈঠকে ভোটগণনার প্রতিটি ধাপ কড়াভাবে নজরদারির কৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ভিআইপি নেতা মুকেশ সাহানি, সিপিআই(এমএল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দিপঙ্কর ভট্টাচার্য এবং কংগ্রেসের বিহার ইন-চার্জ কৃষ্ণা আল্লাভারু।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Results 2025: '২০২০ সালের 'ভুল' যদি আবার হয়...' বিহারের ভাগ্য নির্ধারণের আগেই চরম হুঁশিয়ারি তেজস্বীর
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement