বিহারে বিরোধীদের মুখ্যমন্ত্রী মুখ কে...? নাম ঘোষণা করে দিলেন গেহলট! কে তিনি জানেন? চাপে পড়ে গেল বিজেপি-নীতীশ!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bihar Election 2025: কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট।
পটনা: কে হবেন বিহারে মহাজোটের মুখ্যমন্ত্রী মুখ? বড় ঘোষণা করে দিলেন অশোক গেহলট। বিহার নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী মুখ তেজস্বী যাদবই। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে লালুপুত্রের নাম ঘোষণা করল বিরোধী জোট।
বিহার বিধানসভা নির্বাচনের আগে মহাজোট নিয়ে বড় ঘোষণা সামনে আসতেই হইচই। লালুপুত্র তেজস্বী যাদবকেই তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল জোট শিবির। পটনার হোটেল মৌর্যে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই সাংবাদিক সম্মেলন করে, কংগ্রেস, বামপন্থী এবং অন্যান্য জোট সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
advertisement
জানানো হয়েছে, আসন্ন বিধানসভা ভোটে তেজস্বী যাদবের নেতৃত্বেই লড়া হবে। কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন, তেজস্বী যাদব হবেন মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।
বিহার নির্বাচনের আগে, বৃহস্পতিবার পটনার হোটেল মৌর্যে এক বহুল প্রতীক্ষিত সাংবাদিক বৈঠকের মাধ্যমে মহাজোট গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। মহাজোটের সমস্ত গুরুত্বপূর্ণ নেতারা এই যৌথ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মতামত ভাগ করে নিয়েছিলেন।
advertisement
বৈঠকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিনিয়র কংগ্রেস নেতা অশোক গেহলট ঘোষণা করেন, মহাজোটের সমস্ত শরিকরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে যে মহাজোট তেজস্বী যাদবের নেতৃত্বে বিহারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে। তেজস্বী যাদব তরুণ এবং তার দীর্ঘ ভবিষ্যৎ রয়েছে এবং জনগণ দীর্ঘ ভবিষ্যৎ যাদের আছে তাদের সমর্থন করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 23, 2025 1:21 PM IST