Nitish Kumar: বিহারে ‘মহাগঠবন্ধনে’র শেষ, নাট্যাঙ্কের প্রথম ভাগ শুরু! অষ্টম বার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের হাতে ইস্তফাপত্রটি তুলে দেওয়ার পর তিনি বলেন, ‘" আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম। আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি।’’ পুরনো জোট সঙ্গীদের সমালোচনা করে নীতীশ বলেন, ‘‘এই জোটের সঙ্গে কাজ করতে অসুবিধা হচ্ছিল৷ সকলের পরামর্শমনতোই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলাম৷’’
বিহার: মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার৷ রবিবার বেলা ১১টা নাগাদ মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে রওনা দেন বিহারের রাজববনের উদ্দেশে৷ তারপরে রাজভবনে রাজ্যপালের হাতে অষ্টম বারের মতো মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন তিনি৷ পটনার রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে নীতীশ স্পষ্ট জানিয়ে দেন, তিনি আরজেডি এবং শরিক দলের ‘মহাগঠবন্ধন’ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন৷ রাজ্যপালের কাছে ইস্তফা জমা দিয়ে বর্তমান সরকার ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি৷ সূত্রের খবর, ইস্তফা দেওয়ার আগে নিজের বাসভবনে বৈঠক করেন তিনি৷
রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের হাতে ইস্তফাপত্রটি তুলে দেওয়ার পর তিনি বলেন, ‘” আমি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। এই সরকার ভেঙে দেওয়ার জন্যও আবেদন জানিয়েছি রাজ্যপালকে। সবকিছু ঠিক চলছিল না, তাই ইস্তফা দিলাম। আমি এতদিন চুপ ছিলাম, চারিদিকে দেখছিলাম। সবার মত গ্রহণ করেই ইস্তফা দিয়েছি।’’ পুরনো জোট সঙ্গীদের সমালোচনা করে নীতীশ বলেন, ‘‘এই জোটের সঙ্গে কাজ করতে অসুবিধা হচ্ছিল৷ সকলের পরামর্শমনতোই ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলাম৷’’
advertisement
জানা গিয়েছে, এদিন বিকেলেই এনডিএ-র হাত ধরে নবম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নীতীশ কুমার৷
advertisement
আরও পড়ুন: রবিবার ফের শপথ নিতে পারেন নীতীশ, সমর্থনের বিনিময়ে কী কী শর্ত দিল বিজেপি?
রবিবার সকাল সকালই পটনার ১ নম্বর অ্যান মার্গ, অর্থাৎ, বিহারের মুখ্যমন্ত্রীর বাসভবনে আসতে শুরু করেন জেডিইউ বিধায়কেরা। সেখানে দলের অন্যান্য নেতা এবং বিধায়কদের সঙ্গে বৈঠকে করে নীতীশ জানিয়ে দেন কেন এই জোট সরকার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই নীতীশকে নিয়ে কনভয় রওনা দেয় রাজভবনের উদ্দেশে৷
advertisement
এই প্রথম নয়৷ এক জোটের হাত ছেড়ে অন্য জোটের হাত ধরায় নীতীশ কুমারকে খানিক ‘সিদ্ধহস্ত’ই বলা যায়৷ নিন্দক মহলে ‘পাল্টি কুমার’ নামও অর্জন করেছেন তিনি৷ ২০২০ সালে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছিলেন নীতীশ৷ কিন্তু, ২০২২ সালের ৯ অগস্ট বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুরনো সঙ্গী লালুপ্রসাদের আরজেডি এবং অন্যান্যদের সঙ্গে ‘মহাগঠবন্ধন’ জোট তৈরি করে সরকার গড়েন নীতীশ৷
advertisement
এমনকি, চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোট তৈরির অন্যতম হোতা ছিলেন নীতীশ৷ কিন্তু, গত সপ্তাহ থেকে হঠাৎই ইন্ডিয়া শরিক কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করতে শুরু করেন নীতীশ৷ সপ্তাহের শেষ গড়াতে না গড়াতেই নীতীশের ফের দলবলের খবর স্পষ্ট হয়ে ওঠে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
January 28, 2024 12:31 PM IST