Bihar Election Results 2025: এক জন এগিয়ে, তো আরেক জন পিছিয়ে! তেজপ্রতাপ আর তেজস্বী, বিহারে দুই ভাইয়ের ভাগ্য পরীক্ষা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
আরজেডি থেকে বিতাড়িত হওয়ার পরে নতুন দল গড়েছেন তেজপ্রতাপ৷ সেই জনশক্তি জনতা দলের হয়েই মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তেজপ্রতাপ৷ এদিকে, রাঘোপুর থেকে এবারেও হ্যাট্রিকের দিকে এগোচ্ছেন তেজস্বী৷
পটনা: ভারতীয় রাজনীতির এ এক অতি চেনা গল্প৷ রক্তের সম্পর্কের আত্মীয় লড়ছেন দুই বিপরীত দলে৷ তবে বিহারের কাহিনিটা মনে হয় আরও বেশি ব্যক্তিগত৷ বিহার নির্বাচনের গণনা শুরুর সকাল থেকেই এগিয়ে রয়েছে এনডিএ৷ আর এগিয়ে থাকা আসনের নিরিখে পেরিয়ে গিয়েছে ম্যাজিক ফিগার৷ আর বিরোধী মহাগঠবন্ধন জোট এখনও আটকে দুই সংখ্যাতেই৷
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের পুরনো পারিবারিক আসন রাঘোপুর থেকে৷ গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তেজস্বী৷ অন্যদিকে, তাঁর বড় দাদা, তথা লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব প্রায় ৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মহুয়া কেন্দ্র থেকে৷
advertisement
advertisement
আরজেডি থেকে বিতাড়িত হওয়ার পরে নতুন দল গড়েছেন তেজপ্রতাপ৷ সেই জনশক্তি জনতা দলের হয়েই মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তেজপ্রতাপ৷ এদিকে, রাঘোপুর থেকে এবারেও হ্যাট্রিকের দিকে এগোচ্ছেন তেজস্বী৷
চলতি বছরের ২৫ মে বিবাহবহিভূর্ত সম্পর্কে জড়িয়ে থাকার কথা সর্বসমক্ষে স্বীকার করার পরেই বাবার দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কৃত হন তেজপ্রতাপ৷ পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন তিনি৷ দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল৷ তবে, বড় ছেলে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তাঁকে ত্যাজ্য করে দেন লালুপ্রসাদ যাদব৷
advertisement
তেজপ্রতাপের দল জনশক্তি জনতা দল ৪৪টা আসনে প্রার্থী দিয়েছে৷ বর্তমানে নিজের মহুয়া কেন্দ্রেই LJP(RV) -র থেকে ৬,৯০১ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bihar
First Published :
November 14, 2025 11:12 AM IST

