Bihar Assembly Election: বিহারে প্রথম দফায় ভোটের হার আরও কিছুটা বাড়ল! জানাল নির্বাচন কমিশন

Last Updated:

Bihar Assembly Election: বিহারে চূড়ান্ত ভোট শতাংশ পাওয়া গেল, আরও বাড়ল ভোটের শতাংশ। আগে বিহারে ভোটের শতাংশ ছিল ৬৪.৬৬ শতাংশ। তবে চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশ করে নির্বাচন কমিশন জানাল বিহারে প্রথম দফায় ভোট পড়ল ৬৫.০৮ শতাংশ।

বিহারে আরও বাড়ল ভোট শতাংশ
বিহারে আরও বাড়ল ভোট শতাংশ
পটনা: বিহারে চূড়ান্ত ভোট শতাংশ পাওয়া গেল, আরও বাড়ল ভোটের শতাংশ। আগে বিহারে ভোটের শতাংশ ছিল ৬৪.৬৬ শতাংশ। তবে চূড়ান্ত ভোট শতাংশ প্রকাশ করে নির্বাচন কমিশন জানাল বিহারে প্রথম দফায় ভোট পড়ল ৬৫.০৮ শতাংশ।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফায় বিহারে ভোট দিয়েছেন 3 কোটি 75 লক্ষ মানুষ। কমিশন জানিয়েছে এবার ভোট দানে রেকর্ড গড়েছে বিহার। 2020 সালে ওই এলাকায় যা ভোট পড়েছিল তার থেকে এবার 7.79 শতাংশ ভোট বাড়ল
advertisement
advertisement
প্রথম দফায় বিহারে 18টি জেলার মোট 121টি আসনে ভোটগ্রহণ হয়েছে 6 নভেম্বর সেখানেই 65.08 শতাংশ ভোট পড়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে মুজফ্ফরপুর জেলায় (71.81 শতাংশ), দ্বিতীয় স্থানে রয়েছে (71.74 শতাংশ)। মধেপুরা (৬৯.৫৯), সহরসা (৬৯.৩৮), বৈশালী (৬৮.৫০) এবং খাগাড়িয়া (৬৭.৯০) জেলা। তুলনায় কম ভোট পড়়েছে পটনা (৫৯.০২), সিওয়ান (৬০.৬১)-এর মতো জেলাগুলিতে। রাজ্যে পরবর্তী ভোটগ্রহণ অর্থাৎ দ্বিতীয় দফায় ভোটগ্রহণ আগামী ১১ নভেম্বর। ওই দিন বিহারের ২০ টি জেলার  ১২২ টি আসনে ভোট হওয়ার কথা।
advertisement
নির্বাচন কমিশনের মতে, বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটার উপস্থিতি ছিল ৬৪.৬৬ শতাংশ। ১৯৫১ সালের পর এটি সর্বোচ্চ এবং ৭৫ বছরে এটি প্রথমবার। এর আগে ১৯৯৮ সালে সর্বোচ্চ ৬৪ শতাংশ ভোট পড়েছিল। মুজাফফরপুর এবং সমস্তিপুরে ভোটার উপস্থিতি এদিন ছিল ৭০ শতাংশেরও বেশি। এসআইআর-সহ নানা ইস্যুতে শুরু থেকেই উত্তপ্ত ছিল বিহার, ভোট শতাংশ বাড়ার জেরে খুশি সব মহলেই।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election: বিহারে প্রথম দফায় ভোটের হার আরও কিছুটা বাড়ল! জানাল নির্বাচন কমিশন
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement