Aligarh News : পুকুরে ভেসে উঠল বিকট প্রাণী! আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারা

Last Updated:

Aligarh News : এক হিংস্র প্রাণীর দেখা মিলেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই প্রাণীকে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

পুকুরে ভেসে উঠল বিকট প্রাণী! আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারা
পুকুরে ভেসে উঠল বিকট প্রাণী! আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারা
জনবসতি এলাকায় বাড়ছে বুনো পশুর আনাগোনা। গত কয়েক বছরে সাপ থেকে শুরু করে নানা ধরনের শ্বাপদের দেখা মিলেছে মনুষ্য বসতি এলাকায়। বিভিন্ন রাজ্য থেকেই খবর এসেছে। এমনকী ঝাঁ চকচকে শহরেও এমন ঘটনা এখন আর বিরল নয়।
এবার তেমনই এক হিংস্র প্রাণীর দেখা মিলেছে উত্তরপ্রদেশের আলিগড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই প্রাণীকে দেখার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
জানা গিয়েছে, আলিগড়ের আবাসিক এলাকায় মাঝে মধ্যেই বন্য প্রাণীর আনাগোনা চোখে পড়ে। সেই কারণে এলাকার বাসিন্দারা এমনিতেই ভয় পান। এবার তার উপর আরও একটি আতঙ্ক চেপে বসে এলাকার মানুষের মধ্যে। বাসিন্দাদের দাবি, আলিগড়ের জওয়ান ব্লকের দহেলি গ্রামের পুকুরে দেখা দিয়েছে একটি কুমির। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ স্বচক্ষে দেখেছেন সেটিকে। এমনকী ভিডিও-ও করা হয়েছে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে কুমিরের ভিডিও। গোটা এলাকা কুমিরের ভয়ে কাঁটা, আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারা। প্রশাসন ও বন দফতরকে ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ মঙ্গলবার পর্যন্ত কুমিরটিকে উদ্ধার করতে সফল হয়নি বন দফতর।
advertisement
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রবল বৃষ্টির সময় কুমিরটি গ্রামে ঢুকে এসেছিল। সেই সময়ই এলাকার বাসিন্দারা তাকে তাড়া করেন। তখন কুমিরটি পালিয়ে আশ্রয় নেয় একটি পুকুরে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই পুকুরটি ব্যবহার করেন তাঁরা। গ্রামের শিশুরা রোজই ওই পুকুরের আশপাশে খেলা করে। ফলে আতঙ্কে রয়েছে। কাউকেই পুকুরের কাছে যেতে দিচ্ছেন না তাঁরা।
advertisement
সেপুকুর নেহাত ছোট নয়। গ্রাম পঞ্চায়েতের জমিতে ১২ বিঘা আয়তনের পুকুরটিতে বেশ কিছুদিন ধরেই ঘাঁটি গেড়ে বসেছে কুমিরটি। মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তাকে। অনেকে দূর থেকে ভিডিও করছেন, আর তা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
আলিগড় বন দফতরের জেলা বন আধিকারিক দিবাকর বশিষ্ঠ স্বীকার করেছেন, জওয়ান এলাকার একটি পুকুরে একটি কুমিরকে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলে খবর দিয়েছেন গ্রামের বাসিন্দারা। তারপরই বন বিভাগের পক্ষ থেকে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কুমির ধরা পড়েনি। বর্ষার কারণেই সমস্যা হচ্ছে বলে তাঁর দাবি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Aligarh News : পুকুরে ভেসে উঠল বিকট প্রাণী! আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement