Crime News: খু*ন করে সহবাস সঙ্গিনীর দেহ খাটে শুইয়ে রাখলেন বেকার প্রেমিক! পাশে নিজেও ঘুমোলেন ২ দিন! হাড়হিম হত্যা*কাণ্ডে শিরদাঁড়ায় রক্তস্রোত!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Crime News:ইদানীং কাজ হারিয়েছেন সচিন৷ এদিকে তাঁর সঙ্গিনী ঋতিকা কাজ করতেন একটি বেসরকারি সংস্থায়৷ অফিসে বসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন সচিন৷
লিভ ইন পার্টনারকে শুধু খুন করেই থেমে গেলেন না যুবক৷ সঙ্গিনীর নিথর দেহ কম্বল মুড়ে খাটে শুইয়ে রাখলেন৷ তার পাশে সে নিজেও ঘুমিয়েছে৷ দু’দিন এমন ভাব করে কাটিয়েছেন, যেন কিছুই হয়নি৷ হাড়হিম করে দেওয়া এই হত্যাকাণ্ড ঘটেছে ভোপালের গায়ত্রী মন্দিরে৷ অভিযোগ, তাঁর লিভ ইন পার্টনার ঋতিকা সেন (২৯)-কে খুন করে তাঁর মৃতদেহ এভাবেই বাড়িতে রেখে দিয়েছিলেন সচিন রাজপুত (৩২)৷
প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, ঈর্ষা থেকেই দু’জনের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়৷ ইদানীং কাজ হারিয়েছেন সচিন৷ এদিকে তাঁর সঙ্গিনী ঋতিকা কাজ করতেন একটি বেসরকারি সংস্থায়৷ অফিসে বসের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন সচিন৷ এই বিষয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হত৷ গত ২৭ জুন তাঁদের মধ্যে বাকবিতণ্ডা চরমে ওঠে৷ অভিযোগ, ঝগড়ার মধ্যেই রাগের চোটে শ্বাসরোধ করে ঋতিকাকে খুন করেন সচিন৷
advertisement
এর পর যা ঘটে, তাতে চক্ষু চড়কগাছ হবে৷ পুলিশ জানিয়েছে ঋতিকাকে খুনের পর সচিন সাবধানে সঙ্গিনীর দেহ একটি চাদরে মুড়িয়ে বিছানার উপর রেখে একই ঘরে বাস করছিলেন। পুলিশের মতে, তিনি দু’দিন ধরে মৃতদেহের পাশে ঘুমিয়েছিলেন, প্রচণ্ড মদ্যপান করে, হতবাক এবং ভয়ে ডুবে ছিলেন। রবিবার, মাতাল এবং অস্থির অবস্থায়, সচিন তাঁর বন্ধু অনুজের কাছে খুনের কথা স্বীকার করেন। অনুজ তাঁর কথা বিশ্বাস করেনি। কিন্তু পরের দিন সকালে সচিন যখন একই কথা ফের বলেন, তখন অনুজ অবশেষে সোমবার বিকেল ৫ নাগাদ পুলিশকে ফোন করে সব জানায়।
advertisement
advertisement
আরও পড়ুন : এলোপাথাড়ি চড়ের পর গলা ফালাফালা করে কিশোরীকে খুন যুবকের! সরকারি হাসপাতালে দিনের আলোয় প্রকাশ্যে নৃশংস হত্যাকাণ্ড! ক্যামেরাবন্দি রক্ত জল করা দৃশ্য!
যখন পুলিশ সচিন-ঋতিকার ভাড়াবাড়িতে পৌঁছয়, তখন তাঁরা ঋতিকার পচাগলা দেহটি দেখতে পান৷ তখনও একই কম্বলে মোড়ানো, বিছানায় পড়ে ছিল৷ “তাঁরা সাড়ে তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন,” পুলিশ জানিয়েছে। পুলিশ স্টেশন ইনচার্জ শিল্পা কৌরব সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “ওই মহিলার নাম ঋতিকা সেন। তিনি তাঁর প্রেমিক সচিন রাজপুতের সঙ্গে থাকতেন৷ সচিন বিবাহিত এবং তাঁর দু’টি সন্তানও রয়েছে। ২৭ জুন রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া আরও বেড়ে যায় এবং সচিন শ্বাসরোধ করে হত্যা করে ঋতিকাকে। সে মৃতদেহটি জড়িয়ে ধরে একই ঘরে বাস করতে থাকে। মাতাল অবস্থায় তিনি তাঁর বন্ধুকে অপরাধের কথা বলেন। বন্ধু যখন বুঝতে পারেন, এটা কোনও রসিকতা নয়, তখন তিনি পুলিশকে জানান।”
advertisement
মধ্যপ্রদেশের শহর বিদিশার বাসিন্দা সচিন তাঁর প্রেমিকা ঋতিকার সঙ্গে ৯ মাস আগে ভোপালের গায়ত্রী নগরের বাড়িতে চলে এসেছিলেন। ঋতিকা কাজ চালিয়ে গেলেও, সচিন বেকার ছিলেন এবং ঋতিকাকে ক্রমশ সন্দেহ করতে শুরু করেছিলেন। সচিনকে হেফাজতে নেওয়া হয়েছে, এবং একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে, এবং তদন্ত চলছে। পুলিশের ধারণা, ময়নাতদন্তের রিপোর্ট এলে অনেক অস্পষ্ট কারণ স্পষ্ট হবে এবং ধোঁয়াশা কাটবে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 01, 2025 12:25 PM IST