Bengaluru Tenants: মা-বাবাও না, সোসাইটির নয়া নিয়মে অবিবাহিত ভাড়াটেদের ফ্ল্যাটে রাত ১০ টার পরে থাকতে পারবে না কেউ
- Published by:Salmali Das
- local18
Last Updated:
Bengaluru Tenants: সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA) প্রায়ই অদ্ভুত নিয়ম নিয়ে আসে যা ভাড়া থাকা ব্যক্তির স্বাধীনতা লঙ্ঘন করে। সেরকমই একটি ঘটনা বেঙ্গালুরুতে একটি সোসাইটিতে ঘটছে।
বেঙ্গালুরু: এবার থেকে ফ্ল্যাটে আত্মীয় বা বন্ধুকে আনতে হলে নিতে হবে মালিকের অনুমতি। বিভিন্ন মেট্রোপলিটন শহরে বাড়ি ভাড়া পাওয়া এখন খুবই ঝক্কির কাজ। সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (RWA) প্রায়ই অদ্ভুত নিয়ম নিয়ে আসে যা ভাড়া থাকা ব্যক্তির স্বাধীনতা লঙ্ঘন করে। সেরকমই একটি ঘটনা বেঙ্গালুরুতে একটি সোসাইটিতে ঘটছে। সেই সোসাইটিতে থাকা অবিবাহিত মহিলা বা পুরুষ ভাড়াটে হিসাবে বসবাস করছে, তাঁরা তাঁদের ফ্ল্যাটে রাত ১০ টার পরে কোনও অতিথি প্রবেশ করতে পারবে না।
বেঙ্গালুরুর কুন্দনহাল্লি গেট এলাকায় অবস্থিত এই সোসাইটি থেকে ভাড়াটেদের ইমেলের মাধ্যমে জানিয়েছে মালিকের কাছ থেকে অনুমোদন নিতে হবে আগে থেকে যদি অতিথি রাত্রিবাস করেন তাঁর ফ্ল্যাটে।
আরও পড়ুনঃ সোনা, জমি, ট্রাক্টর, নগদ মিলিয়ে বোনের বিয়েতে ৮ কোটি ৩১ লক্ষ টাকার পণ দিলেন চার ভাই! নেটিজেনরা হতবাক
advertisement
advertisement
‘রাত ১০ টার পরে অবিবাহিত মহিলা বা পুরুষ ভাড়াটের ফ্ল্যাটে কোনও অতিথিকে অনুমতি দেওয়া হবে না আসার জন্য। অতিথিদের রাত্রিবাস করার অনুমতি নেই। প্রয়োজনে, ম্যানেজার বা অ্যাসোসিয়েশন অফিসে মালিকের কাছ থেকে গেস্ট আইডি প্রুফ জমা দিয়ে অতিথির থাকার সময়কাল এবং ‘মাইগেট’ অ্যাপ গেস্ট এন্ট্রি করার অনুরোধ করে ইমেল পাঠাতে হবে,’ একজন ভাড়াটে সোসাইটির এই বিজ্ঞপ্তিটি সোশ্যাল মিডিয়াতে দিয়েছে।
advertisement
এই নিয়মগুলি অনুসরণ না করা হলে সোসাইটিকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে বা তাঁকে আর সোসাইটিতে রাখা হবে না। অন্যান্য নিয়মগুলির মধ্যে রয়েছে রাত ১০ টার পরে উচ্চ শব্দে মিউজিক চালানো যাবে না, গভীর রাতে পার্টির অনুমতি নেই এবং রাত ১০ টার পরে ফোন কলের জন্য করিডোর এবং বারান্দা ব্যবহার না করা।
advertisement
ব্যবহারকারীরা নিয়মের সমালোচনা করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। একজন ভাড়াটে বলেছেন ‘হোস্টেলের চেয়েও খারাপ অবস্থা এখানে। একটি ফ্ল্যাট ভাড়া নেওয়ার জন্য টাকা দিচ্ছি । রেন্টাল চুক্তি অনুযায়ী আমি যে সময়ের জন্য থেকে ভাড়া নিচ্ছেন সেটি আমার ফ্ল্যাট। কে আপনার ফ্ল্যাটে আসবে এবং আপনি বারান্দায় কী করবেন তা সম্পূর্ণরূপে আমার উপর নির্ভরশীল। ’
advertisement
একজন দ্বিতীয় ব্যক্তি আরও বলেছেন, "ব্যাচেলরদের জন্য প্রথম অংশের নিয়মটি ঘৃণ্য। রাত ১০ টার পরে বারান্দায় বা সাধারণ এলাকায় কোনও কল করা যাবে না, সাধারণ নিয়ম হতে পারে এবং এটিকে সমর্থন করা যেতে পারে। কিন্তু অনেক লোক বুঝতে পারে না যে তাঁরা কতটা জোরে কথা বলে।"
অন্য এক ব্যবহারকারী বলেছেন “তাই, আমি এরকম সোসাইটিতে থাকতে ঘৃণা করি! ৩-৫ তলা বিল্ডিংই সবচেয়ে ভাল। সোসাইটির ভাড়ার তুলনায় ভাড়াও অনেক কম!"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bangalore,Karnataka
First Published :
March 28, 2023 11:47 PM IST