Viral: বন্ধু বিনে প্রাণ বাঁচে না...আরিফের থেকে দূরে মনের কষ্টে চিড়িয়াখানায় খাওয়াদাওয়া ছাড়ল তাঁর প্রিয় সারস

Last Updated:

Viral: অল্প সময়ের মধ্যে পোষ্যকে নিয়ে ওই যুবক ভাইরাল হয়ে যান সমাজ মাধ্যমে। এর পর তাঁর কাছ থেকে সারসটিকে নিয়ে নেয় বন দফতর।

সারস-মানুষের বন্ধুত্ব মন জয় করেছিল নেটদুনিয়ার
সারস-মানুষের বন্ধুত্ব মন জয় করেছিল নেটদুনিয়ার
কানপুর: সারস-মানুষের বন্ধুত্ব মন জয় করেছিল নেটদুনিয়ার। আবার সেই ভাইরাল জুটি চর্চিত। তবে এ বার আর বন্ধুত্বের জন্য নয়, বরং বিচ্ছেদের কারণে। কানপুর চিড়িয়াখানার তরফে জানানো হয়েছে ওই পাখি ঠিকমতো খাচ্ছে না। তাদের ধারণা, চেনা পরিবেশ থেকে সরিয়ে চিড়িয়াখানার অচেনা পরিবেশে আনার ফলেই খাওয়ায় বিরতি দিয়েছে বিশালাকায় পাখিটি। তবে কর্তৃপক্ষের আশা, দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে সে। ৩৫ বছর বয়সি যুবক মহম্মদ আরিফের বিরুদ্ধেও মামলা রুজু করেছে বন দফতর। প্রসঙ্গত উত্তরপ্রদেশের অমেঠী এলাকায় সারসটিকে উদ্ধার করার পর নিজের কাছে যত্নে রেখেছিলেন এই যুবক। তিনি জানান গত বছর ফেব্রুয়ারিতে সারসটিকে উদ্ধার করেন আহত অবস্থায়। তার পর নিজের কাছে বছরখানেক রেখে সেবাযত্ন করে সারিয়ে তোলেন। খুব অল্প সময়ের মধ্যে পোষ্যকে নিয়ে ওই যুবক ভাইরাল হয়ে যান সমাজ মাধ্যমে। এর পর তাঁর কাছ থেকে সারসটিকে নিয়ে নেয় বন দফতর।
আপাতত সারসটি আছে কানপুর চিড়িয়াখানার এনক্লোজারে। বনে ছাড়ার আগে ১৫ দিন তাকে নিভৃতবাসে রাখা হয়েছে। কিন্তু তার মনোকষ্ট দেখে নিজেও ভেঙে পড়েছেন আরিফ। প্রিয় পাখির ওই হাল দেখে তিনি কেঁদে ফেলেন। এত দিন তাঁর বাড়িতে থেকে রান্না করা খাবার খেতে অভ্যস্ত হয়ে গিয়েছিল পাখিটি। কিছুতেই কাঁচা খাবারের অভ্যাসে ফিরতে পারছে না সে। এদিকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ তাকে কাঁচা খাবারের অভ্যাসে ফিরিয়ে আনতে।
advertisement
advertisement
আরও পড়ুন :  মনে করিয়ে দেয় সত্যজিতের 'বৃহচ্চঞ্চু'কে, শুশ্রূষাকারী যুবকের ছায়াসঙ্গী সারস, রয়ে গিয়েছে পরিবারের সদস্য হয়েই
মানুষ-পাখির এই দ্বন্দ্বে লেগে গিয়েছে রাজনৈতিক রং। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব গিয়েছিলেন আরিফের বাড়িতে। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই বন দফতর পাখিটিকে নিয়ে গিয়েছে। আরিফের সঙ্গে চিড়িয়াখানায় গিয়ে পাখিকে দেখেও আসেন অখিলেশ। অন্যদিকে বন দফতরের দাবি, তাঁরা শুধু মানুষের সঙ্গ ছাড়িয়ে সারসকে ফিরিয়ে দিতে চান মুক্ত বন্য পরিবেশে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral: বন্ধু বিনে প্রাণ বাঁচে না...আরিফের থেকে দূরে মনের কষ্টে চিড়িয়াখানায় খাওয়াদাওয়া ছাড়ল তাঁর প্রিয় সারস
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement