অর্থাভাবে ২ বছরের মেয়েকে সরোবরের জলে ডুবিয়ে হত্যা তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ হারানো বাবার

Last Updated:

Bengaluru Murder: অভিযুক্ত ৪৫ বছর বয়সি রাহুল পারমারের বক্তব্য, সে ঋণগ্রস্ত৷ তাই মেয়েকে খাওয়ানোর সঙ্গতি নেই তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বেঙ্গালুরু : ২ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে অভিযুক্ত তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত বেঙ্গালুরুর এক যুবকের বিরুদ্ধে৷ অভিযোগ, গাড়ি চালিয়ে মেয়েকে শহরের বাইরে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্মমভাবে খুন করেছে সে৷ এমনকি, খুনের আগে মেয়েকে কেক পেস্ট্রিজাতীয় খাবারও কিনে দিয়েছিল৷ খেলাও করেছিল শিশুর সঙ্গে৷ অভিযুক্ত ৪৫ বছর বয়সি রাহুল পারমারের বক্তব্য, সে ঋণগ্রস্ত৷ তাই মেয়েকে খাওয়ানোর সঙ্গতি নেই তার৷
পুলিশের দাবি অভিযুক্ত রাহুল জেরায় জানিয়েছে ‘‘মেয়েকে খাওয়ানোর মতো টাকা ছিল না আমার কাছে৷ মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি আরও সঙ্গীন হত আমার ক্ষেত্রে৷ মেয়ে খুব কাঁদছিল৷ ওকে বুকে জড়িয়েই আমি সরোবরের জলে ঝাঁপ দিই৷ তবে আমি বেঁচে যাই৷ কারণ সেখানে জল বেশি ছিল না৷ মেয়ের নিথর দেহ জলে ফেলে রেখেই আমি চলে আসি সে জায়গা ছেড়ে৷ একজন মোটরবাইক আরোহীকে বলি বঙ্গারপেট রেলওয়ে স্টেশনের কাছে আমাকে নামিয়ে দিতে৷’’
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্ত্রীর গয়না ইতিমধ্যেই বন্ধক দিয়েছে ঋণজর্জরিত রাহুল৷ তার পর স্ত্রীর কাছে ডাকাতির মিথ্যে গল্প ফেঁদে বসে৷ তার আশঙ্কা ছিল, কিছু দিনের মধ্যেই তাকে ঋণদাতারা উত্যক্ত করবে টাকা ফেরত পাওয়ার জন্য৷ ঋণখেলাপের দায়ে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করা হতে পারে বলেও মনে হয়েছিল৷
advertisement
আরও পড়ুন : চলতি বছরেই যাত্রী নিয়ে মেট্রো দৌড়তে পারে গড়িয়া থেকে রুবি
২ বছরের মেয়ে জিয়াকে হত্যার অভিযোগে রাহুলকে গ্রেফতার করেছে কোলার পুলিশ৷ অভিযোগ, বেঙ্গালুরু-কোলার হাইওয়ের ধারে কেন্দত্তি এলাকায় একটি লেকে জিয়াকে খুন করা হয়৷ গত ১৫ নভেম্বর থেকে বাবা-মেয়ের কোনও সন্ধান মিলছিল না৷ তার পর রাহুলের স্ত্রী ভাব্যা পুলিশের কাছে অভিযোগ জানান৷ পরের দিন জিয়ার দেহ উদ্ধার হয় লেক থেকে৷ পুলিশের ধারণা হয়েছিল রাহুলও লেকের জলে ডুবে আত্মহত্যা করেছে৷
advertisement
আরও পড়ুন :  পরিচারিকার সঙ্গে শারীরিক মিলনের সময় বৃদ্ধের মৃত্যু, দেহ লোপাটের দায়ে গ্রেফতার ৩
আদতে গুজরাতের বাসিন্দা রাহুল চাকরি করছিল বেঙ্গালুরুতে৷ বিটকয়েন কারবারে সে চাকরি হারায়৷ তাঁর দায়ের করা নকল ডাকাতির অভিযোগে একটি পুলিশি তদন্তও চলছে৷ স্ত্রীর সব গয়না বন্ধক রেখে সে ডাকাতির গল্প তৈরি করেছিল৷
advertisement
পুলিশের দাবি রাহুল জেরায় জানিয়েছে মেয়েকে হত্যার পর আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করে বাড়ি থেকে বেরিয়েছিল সে৷ কিন্তু যত সময় এগোতে থাকে, সে দ্বিধান্বিত হয়ে পড়ে৷ অনেক বার ভেবেছিল, গাড়ি চালিয়ে ফিরে যাবে আবার বাড়িতে৷ কিন্তু পরমুহূর্তেই পাওনাদারদের আতঙ্ক, ভুয়ো ডাকাতির গল্পের তাড়না গ্রাস করে তাকে৷ দ্বিধা দোলাচলের মধ্যেই গাড়ি চালিয়ে বিকেলের মধ্যে পৌঁছে গিয়েছিল সরোবরের পাশে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অর্থাভাবে ২ বছরের মেয়েকে সরোবরের জলে ডুবিয়ে হত্যা তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজ হারানো বাবার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement