বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বাড়ির ইঁট খসে মৃত্যু হল চার বছরের শিশুর! আহত আরও তিন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বাড়ি থেকে ইঁট খসে পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশু কন্যার। এছাড়াও, আরও তিনজন এই ঘটনায় আহত হয়েছেন।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বাড়ি থেকে ইঁট খসে পড়ে মৃত্যু হল চার বছরের এক শিশু কন্যার। এছাড়াও, আরও তিনজন এই ঘটনায় আহত হয়েছেন। জানা গিয়েছে, নির্মীয়মাণ ওই বাড়ির চার তলা থেকে ইঁট খসে পড়ে মৃত্যু হয়
হাল পুলিশ স্টেশনের চিনাপান্নাহালির এই ঘটনায় রীতিমত শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ সূত্রে খবর, চার বছরের ওই মৃতের নাম মনুশ্রী। এছাড়াও বছর ত্রিশের যুবতী তাঁর মা মমতা, এছাড়াও দুই শিশু শ্রেয়াস এবং শেখরও এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহত প্রত্যেকেরই বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে।
advertisement
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর তিনটে থেকে সাড়ে তিনটে নাগাদ মোট ১০ থেকে ১২টি ইঁট নির্মীয়মাণ বাড়ির চার তলা থেকে খসে পড়ে। ওই ইঁট গুলি খসে পড়ে সিমেন্টের শেডে উপর।
advertisement
এই প্রসঙ্গে হোয়াইটফিল্ডের ডেপুটি কমিশনার কে পরশুরাম বলেন, “নিহত এবং আহতরা প্রত্যেকেই ভোরাগি গ্রামের সিন্দাগি তালুকের বিজয়ওয়াড়ার জেলার”
এছাড়াও ডিসিপি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই গোটা নির্মাণ চালাচ্ছিলেন শ্রীনিভাসালুর নামে একজন ব্যক্তি। কিন্তু, তাঁরা কেউই পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থার বন্দোবস্ত করেননি।”
ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। গাফিলতির ফলেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
advertisement
হাল পুলিশ স্টেশনে ইতিমধ্যেই একটি মামলা দায়ের হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2025 1:03 PM IST










