Cinema Hall: সিনেমা দেখতে গিয়ে বিজ্ঞাপন! অতিষ্ঠ হয়ে সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের যুবকের! ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ আদালতের

Last Updated:

টাকা খরচ করে ব্যস্ত জীবন থেকে রেহাই পেতে সিনেমা দেখতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু সেখানে বিজ্ঞাপনের জ্বলায় অস্থির হয়ে যান তিনি। এরপরেই ক্ষোভে সিনেমা কর্তৃপক্ষ তথা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করেছিলেন যুবক।

সিনেমা দেখতে গিয়ে বিজ্ঞাপন! সিনেমা হলের বিরুদ্ধেই মামলা যুবকের! (প্রতীকী ছবি)
সিনেমা দেখতে গিয়ে বিজ্ঞাপন! সিনেমা হলের বিরুদ্ধেই মামলা যুবকের! (প্রতীকী ছবি)
বেঙ্গালুরু: টাকা খরচ করে ব্যস্ত জীবন থেকে রেহাই পেতে সিনেমা দেখতে গিয়েছিলেন এক যুবক। কিন্তু সেখানে বিজ্ঞাপনের জ্বলায় অস্থির হয়ে যান তিনি। এরপরেই ক্ষোভে সিনেমা কর্তৃপক্ষ তথা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা করেছিলেন যুবক।
এই মামলা করার পরেই তা নিয়ে হাসাহাসি করেছিলেন ওই যুবকের পরিচিত অনেকেই। মামলার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। কিন্তু, নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন ওই যুবক। অবশেষে সেই যুবকের পক্ষেই গেল মামলার রায় । মানসিক যন্ত্রণার জন্য ক্ষতিপূরণ বাবদ ওই যুবককে মোট ৬৫ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হল না ৩ যুবকের! কন্টেনার বাইকের তীব্র সংঘর্ষে শেষ সব স্বপ্ন
ঘটনাটি কর্ণাটকের বেঙ্গালুরুর। দু’বছর আগে স্থানীয় মাল্টিপ্লেক্স এবং অনলাইন শো বুকিং সংস্থার বিরুদ্ধে মামলা করেছিলেন ৩০ বছরের এমআর অভিষেক। মোট তিনটি টিকিট কেটেছিলেন তিনি। বিকেল ৪ টে ৫ মিনিট থেকে সন্ধ্যে ৬টা ৩০ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। সিনেমা শেষ হওয়ার পর কাজে বেরোনোর কথা ছিল অভিষেকের।
advertisement
advertisement
আরও পড়ুন: ঝমঝমিয়ে বৃষ্টি…! বজ্রবিদ্যুৎ, ঝোড়ো বাতাস, শিলাবৃষ্টি সতর্কতা ১৮ রাজ্যে, কী হবে বাংলায়?
কিন্তু, সিনেমার শুরু হতেই সাড়ে চারটে বেজে যায়। একের পর এক বিজ্ঞাপন, এবং অন্য ছবির ট্রেলার চলতে থাকে। এরফলে সেখানেই কেটে যায় আধঘণ্টা। স্বভাবতই সিনেমা শেষ হতে আরও দেরি হয়। এতেই ক্ষেপে গিয়ে মামলা দায়ের করেন অভিষেক। এই মামলার রায়তেই দুই সংস্থাকেই ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলেছে আদালত।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cinema Hall: সিনেমা দেখতে গিয়ে বিজ্ঞাপন! অতিষ্ঠ হয়ে সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধেই মামলা দায়ের যুবকের! ৩০ দিনের মধ্যে জরিমানার টাকা দেওয়ার নির্দেশ আদালতের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement