Bengaluru Doctor Murder: অ্যানেস্থেশিয়ার ওষুধ দিয়ে স্ত্রীকে খুন! তরুণী চিকিৎসকের মৃত্যুর ছ মাস পর জালে ডাক্তার স্বামী?

Last Updated:

মৃত ওই তরুণী চিকিৎসকের নাম ক্রথিকা এম রেড্ডি৷ তাঁকে হত্যার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ক্রুথিকার স্বামী চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জিএস-কে৷

মৃত ক্রুথিকা এবং তাঁর স্বামী মহেন্দ্র৷
মৃত ক্রুথিকা এবং তাঁর স্বামী মহেন্দ্র৷
ছ মাস আগে মৃত্যু হয়েছিল মহিলা চিকিৎসকের৷ প্রথমে মনে করা হয়েছিল, স্বাভাবিক মৃত্যুই হয়েছে বেঙ্গালুরুর বাসিন্দা ২৯ বছর বয়সি ওই চর্মরোগ বিশেষজ্ঞের৷ কিন্তু মৃত চিকিৎসকের বাবা-মায়ের লাগাতার চাপ এবং পুলিশের হাল না ছাড়া মনোভাবে শেষ পর্যন্ত সামনে চলে এল সত্যিটা৷ স্ত্রীকে হত্যার অভিযোগে মৃত ওই তরুণীর চিকিৎসক স্বামীকে গতকাল গ্রেফতার করে পুলিশ৷
জানা গিয়েছে, মৃত ওই তরুণী চিকিৎসকের নাম ক্রথিকা এম রেড্ডি৷ তাঁকে হত্যার অভিযোগে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে ক্রুথিকার স্বামী চিকিৎসক মহেন্দ্র রেড্ডি জিএস-কে৷ মহেন্দ্র নিজে একজন শল্য চিকিৎসক৷ পুলিশের দাবি, চিকিৎসক হিসেবে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়েই ঠান্ডা মাথায় নিজের স্ত্রীকে খুন করে তা স্বাভাবিক মৃত্যু হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছিলেন মহেন্দ্র নামে ওই চিকিৎসক৷
advertisement
প্রায় ছ মাস আগে বেঙ্গালুরুর মারাঠাহাল্লির বাড়ি থেকে উদ্ধার করা হয় ক্রুথিকা নামে ওই চিকিৎসকের দেহ৷ তাঁর চিকিৎসক স্বামী দাবি করেন, হজম সংক্রান্ত সমস্যা এবং ব্লাড সুগারের মাত্রা কমে গিয়েই মৃত্যু হয়েছে তাঁর স্ত্রীর৷
advertisement
কিন্তু মেয়ের এই ভাবে মৃত্যুতে সন্দেহ হয় ওই চিকিৎসকের বাবা-মায়ের৷ তাঁদের চাপেই নতুন করে তদন্ত শুরু হয়৷ সেই তদন্তেই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ ঘুরে যায় তদন্তের অভিমুখ৷ জানা যায়, অস্ত্রোপচারের সময় রোগীদের সংজ্ঞাহীন করতে ব্যবহৃত প্রোপোফল নামে একটি ওষুধ প্রয়োগ করেই নিজের স্ত্রীকে খুন করেছেন মহেন্দ্র৷ শল্য চিকিৎসক হওয়ায় ওই ওষুধ সম্পর্কে ধারণা ছিল তাঁর৷ ওই ওষুধ প্রয়োগের ফলেই শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হয় ওই তরুণী চিকিৎসকের৷ এর পরেই মৃত্যু হয় তাঁর৷
advertisement
ময়নাতদন্ত এবং ফরেন্সিক পরীক্ষার রিপোর্টে প্রোপোফল ওষুধ ব্যবহারের প্রমাণ মেলে৷ এর পরেই তদন্ত অন্যদিকে মোড় নেয়৷ ওই তরুণী চিকিৎসকের মৃত্যু যে স্বাভাবিক ছিল না, তা স্পষ্ট হয়ে যায়৷
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং জানিয়েছেন, কোনও অভিযোগ দায়ের না হলেও পুলিশ নিজেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়৷ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়৷ সেইরিপোর্ট আসার পরই জানা যায় যে ঘটনাস্থল থেকে এক ধরনের ঘুমের ওষুধের নমুনা মিলেছে৷ চিকিৎসকরাও নিশ্চিত করেন যে ওই ওষুধের অতিরিক্ত মাত্রায় প্রয়োগের ফলেই মৃত্যু হয়েছে ওই চিকিৎসকের৷ এর পরই জামাইয়ের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা৷
advertisement
তদন্তকারীরা জানিয়েছেন, পর পর তিন দিন ইঞ্জেকশনের মাধ্যমে স্ত্রীর শরীরে ওই অ্যানেস্থেশিয়ার ওষুধ প্রয়োগ করেন মহেন্দ্র রেড্ডি৷ যদিও স্ত্রীকে তিনি বলেছিলেন, হজমের সমস্যার জন্য ওই ইঞ্জেকশন দিচ্ছেন তিনি৷ গত ২৩ এপ্রিল ক্রুথিকা সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যান মহেন্দ্র৷ চিকিৎসকরা ৭২ ঘণ্টা খালি পেটে থেকে একটি পরীক্ষার কথা বললেও ৩৬ ঘণ্টার মাথায় স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসেন মহেন্দ্র৷ এর কিছুক্ষণের মধ্যেই ক্রুথিকার মৃত্যু হয়৷ স্ত্রীর মৃত্যুর পর প্রথমে কিছুতেই দেহের ময়নাতদন্ত করাতে দিতে রাজি হচ্ছিলেন না মহেন্দ্র৷ তাঁর এই আচরণেই প্রথমে পুলিশের সন্দেহ হয়৷
advertisement
তদন্তে পর পুলিশের দাবি, আর্থিক এবং ব্যক্তিগত কারণেই স্ত্রীকে খুন করেন মহেন্দ্র রেড্ডি নামে ওই চিকিৎসক৷ ক্রুথিকার বাবার দাবি, একটি হাসপাতাল খোলার জন্য বার বার টাকা চেয়ে চাপ দিতেন মহেন্দ্র৷ যদিও আগেই মেয়ে-জামাইকে ক্লিনিক খোলার জন্য টাকা দিয়েছিলেন ক্রুথিকার বাবা-মা৷ এর পাশাপাশি মহেন্দ্র বিবাহবহির্ভূত সম্পর্কও ছিল বলে অভিযোগ করেছেন মৃত চিকিৎসকের বাবা৷ পণের জন্য মেয়ের উপরে অত্যাচার, গার্হস্থ্য হিংসার মতো অভিযোগও তুলেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bengaluru Doctor Murder: অ্যানেস্থেশিয়ার ওষুধ দিয়ে স্ত্রীকে খুন! তরুণী চিকিৎসকের মৃত্যুর ছ মাস পর জালে ডাক্তার স্বামী?
Next Article
advertisement
Nadia News: তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
তৃণমূল বিধায়ক খুনে ছ বছর জেল খাটলেন! সেই বিজেপি নেতাই এবার শাসক দলে, নদিয়ায় তোলপাড়
  • নদিয়ার হাঁসখালি ব্লকের দাপুটে বিজেপি নেতা নির্মল ঘোষ যোগ দিল তৃণমূলে। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার, বিধায়ক মুকুটমণি অধিকারী ও তৃণমূলের রানাঘাট সাংগঠনিক জেলার সভাপতি দেবাশিস গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন নির্মল ঘোষ।

VIEW MORE
advertisement
advertisement