Barsha Usgaonkar likely to Join TMC|বলিউড কাঁপানো বর্ষা এবার তৃণমূলে? গোয়ায় কিস্তিমাত যখনতখন
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Barsha Usgaonkar likely to Join TMC| মমতা বন্দোপাধ্যায়ের সফরের সময় দলে যোগ দিতে পারেন গোয়ার এই জনপ্রিয় মুখ।
#পানজিম: সব কিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই গোয়াতে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন একদা বলিউডের নামকরা অভিনেত্রী বর্ষা উসগাঁওকার (Barsha Usgaonkar) । সূত্রের খবর, বর্ষার সঙ্গে তৃণমূল নেতৃত্বের কথাবার্তা এই বিষয়ে হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের ২৮ তারিখ গোয়া সফরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষা সেই সময়েই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন (Barsha Usgaonkar likely to Join TMC) এমনটাই শোনা যাচ্ছে।
গোয়ার একজন জনপ্রিয় মুখ তৃণমূলে যোগ দিতে পারেন, এই কথা তৃণমূল সূত্র থেকে আগেই জানা গিয়েছিল। কে সেই নাম? ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে একাধিক নাম। তাঁদের মধ্যে অবশ্য ভূমিকন্যা বর্ষারই তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল। বর্ষা তৃণমূলে যোগ দিলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে ভালো দায়িত্ব দেওয়া হতে পারে এমন কথাও শোনা গিয়েছে ।অভিনেত্রী বর্ষা রাজনৈতিক পরিবারের মেয়ে। বাবা অচ্যুত কে এস উসগাঁওকর গোয়ার মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির প্রতিষ্ঠাতা। গোয়া বিধানসভার ডেপুটি স্পিকার এবং সেখানকার মন্ত্রিসভার একাধিকবার সদস্য ছিলেন। পুরোদস্তুর রাজনৈতিক পরিবারের সদস্য তিনি।
advertisement
advertisement
এর আগে বর্ষা ২০১৭ সালে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্র নবনির্মাণ সেনার হয়ে প্রচার করেছিলেন। গোয়ার পরিচিত এবং জনপ্রিয় মুখ বর্ষা। স্বাভাবিকভাবেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলে (Barsha Usgaonkar likely to Join TMC) বিধানসভা ভোটের আগে বেশ খানিকটা শোরগোল পড়বে। তাতে আগামী দিনে গোয়ায় তৃণমূল কংগ্রেসে আরও বিশিষ্ট ব্যক্তিরা যোগদান করবেন বলেই মনে করছে তৃণমূল।
advertisement
৬৫% হিন্দু ভোটার সম্বলিত রাজ্য গোয়াতে বর্ষার মতো হিন্দু মুখ যোগ দিলে লাভবান হবে তৃণমূল কংগ্রেস এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে বেশ কিছুদিন ধরেই জল্পনায় আছে নাফিসা আলি সোধি, লাকি আলি, রেমো ফার্নান্ডেজের নাম। তারাও সমর্থন জানাতে পারেন মমতা বন্দোপাধ্যায়ের দলকে৷ ইতিমধ্যেই নাফিসা ও লাকি আলির সাথে দেখা করেছেন তৃণমূল সাংসদ ডেরেক'ও ব্রায়ান। জোড়া ফুল শিবির ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভোটের প্রচারও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 26, 2021 9:39 AM IST