Weather update| Rain alert| হালকা শীতের আমেজ সঙ্গে নাছোড় বৃষ্টির অ্যালার্ট! বর্ষা বিদায় কাব্য শেষ হয়েও শেষ হচ্ছে না
- Published by:Arka Deb
Last Updated:
Weather update| Rain alert| ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হবে।
বৃষ্টির আর বিরাম নেই। আরও বৃষ্টির আভাস দিচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন হালকা বিক্ষিপ্তভাবে বৃষ্টি দুই বঙ্গেই। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে।বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও। সব মিলিয়ে রাজ্যে হেমন্তের পরিবেশ। উপকূলের জেলায় আংশিক মেঘলা আকাশ । হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আবহবিদরা বলছে সপ্তাহান্তে বাড়বে হালকা শীতের আমেজ।
advertisement
advertisement
advertisement
advertisement
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও রাতের তাপমাত্রা কমবে। সকালের দিকে মনোরম পরিবেশ। বিকেলের দিকে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি উপরে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৯ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় ৭ মিমি।
advertisement
advertisement
এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষভাবে পূবালী হওয়ার জেরে জলীয়বাষ্প ঢুকবে বাংলার উপকূলের জেলাগুলিতে। ঘূর্ণাবর্ত রয়েছে লাক্ষাদ্বীপ সংলগ্ন কেরল উপকূলে। আরো একটি ঘূর্ণাবর্ত তামিলনাড়ু উপকূলে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু সারাদেশ থেকে বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে প্রভাব বিস্তার করছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। যাকে রিটার্ন মন্সুন বলা হয়।
advertisement
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামীকাল সোমবার থেকেই দক্ষিণ-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হবে দক্ষিণ ভারতের তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এবং কেরলে। ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু উপকূলে। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব শুরু হবে। এর প্রভাবে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। বৃষ্টি হবে তামিলনাড়ু পুডুচেরি অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা ও করাইকালে।
advertisement
উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ২৫ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাডু পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। কেরল ও মাহেতে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার পর্যন্ত কর্নাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্রবার অন্ধ্রপ্রদেশ এবং রায়ালাসিমাতে থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা।