Bangladesh on Mamata Banerjee comment: অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ঘোষণা, মমতার মন্তব্যে কী প্রতিক্রিয়া ঢাকার?

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, শরণার্থীদের নিয়ে রাষ্ট্রপুঞ্জের দেওয়া নির্দেশিকা মেনেই যা করার রাজ্য সরকার করবে৷

বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ঢাকা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, অশান্তির জেরে কোনও অসহায় বাংলাদেশি এ রাজ্যে আশ্রয় চাইলে তাঁদের শরণার্থী হিসেবেই গ্রহণ করা হবে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে অখুশি বাংলাদেশের শেখ হাসিনা সরকার৷ সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নিজেদের অসন্তোষের কথা ইতিমধ্যেই দিল্লিকে জানিয়েছে তারা৷ ঢাকার পক্ষ থেকে ভারত সরকারকে নিজেদের আপত্তি জানিয়ে নোট পাঠানো হয়েছে বলেই খবর৷
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না, যা বলার ভারত সরকার বলবে৷ তবে বাংলাদেশের কোনও অসহায় মানুষ যদি বাংলার দরজা খটখটায় তাহলে আমি তাঁদের আশ্রয় নিশ্চয়ই দেবো।কারণ রাষ্ট্রপুঞ্জেই সিদ্ধান্ত হয়েছে, উদ্বাস্তু হলে তাঁকে পাশের এলাকা সম্মান জানাবে৷ বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনা, উত্তেজনাতে না যাই৷ ছাত্রছাত্রীদের তাজা প্রাণ চলে যাচ্ছে, তার প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে৷’
advertisement
advertisement
বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের খুবই ঘনিষ্ঠ এবং উষ্ণ সম্পর্ক৷ কিন্তু তাঁর প্রতি সম্মান জানিয়েই বলছি, এই মন্তব্যে নতুন করে বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে৷’
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছিলেন, শরণার্থীদের নিয়ে রাষ্ট্রপুঞ্জের দেওয়া নির্দেশিকা মেনেই যা করার রাজ্য সরকার করবে৷ তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কোনওরকম প্ররোচনা তৈরি না করার আবেদনও জানিয়েছিলেন তিনি৷ বাংলাদেশের অশান্তিতে নিহতদের প্রতি সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladesh on Mamata Banerjee comment: অসহায় বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ঘোষণা, মমতার মন্তব্যে কী প্রতিক্রিয়া ঢাকার?
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement