Tripura Panchayat elections 2024: ভোটের আগেই দখলে ৭১ শতাংশ পঞ্চায়েত! ত্রিপুরায় নিয়মরক্ষার ভোট, কাঠগড়ায় বিজেপি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ জুলাই। ৮ অগাস্ট ভোটগ্রহণের পরে ১২ অগাস্ট ভোটগণনা করা হবে।
আগরতলা: ভোটই হল না৷ তার আগেই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল শাসক দল বিজেপি৷ পঞ্চায়েত সমিতির ৫৮ শতাংশ এবং জেলা পরিষদের ১৭ শতাংশ আসনও বিনা লড়াইয়ে দখল করে নিল ত্রিপুরার পদ্ম ব্রিগেড৷ ২০১৮ এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি সহ বিরোধী দলের নেতারা যা অভিযোগ তুলতেন, তাকেও যেন ছাপিয়ে গিয়েছে ত্রিপুরার শাসক দল৷ বিরোধীদের অভিযোগের মুখে বিজেপি নেতাদের সাফাই, সাংগঠনিক দুর্বলতার জন্যই বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি৷
স্বভাবতই ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচনের এই ফলকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘এরা বাংলায় কিছু হলেই বড় বড় কথা বলেন। গণতন্ত্রের কথা বলেন। এখন ত্রিপুরা রাজ্যে কী হল?’ কুণালের অভিযোগ, ভয় দেখিয়ে ত্রিপুরায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেয়নি বিজেপি৷ ইতিমধ্যেই ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সরব হয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের মতো দলগুলি৷
advertisement
advertisement
ত্রিপুরায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৬৮৮৯ টি। এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮০৫ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ৬৩৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৫৫০ টি আসনে জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
advertisement
গ্রাম পঞ্চায়েতের বাকি ১৮১৯ টি আসনে নির্বাচন হবে ৮ অগাস্ট। যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে ১৮০৯টি আসনে। সিপিআইএম প্রার্থী দিয়েছে ১২২২টি আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৭৩টি আসনে। বিজেপির সহযোগী তিপ্রা মোথা ১৩৮টি আসনে প্রার্থী দিয়েছে।
পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৩৫ অর্থাৎ ৫৫ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ৮ অগাস্ট পঞ্চায়েত সমিতির ১৮৮ টি আসনে নির্বাচন হবে। এই ১৮৮ টি আসনের সবকটিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিআইএম ও কংগ্রেস যথাক্রমে ১৪৮ ও ৯৮ টি আসনে প্রার্থী দিয়েছে। তিপ্রা মোথা ১১ টি আসনে প্রার্থী দিয়েছে।
advertisement
জেলাপরিষদের ১১৬ টি আসনের মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে ২০ টি আসনে। অর্থাৎ তারা প্রায় ১৭ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।জেলা পরিষদের বাকি ৯৬ টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। সিপিআইএম এবং কংগ্রেস যথাক্রমে ৮১ ও ৭৬ টি আসনে প্রার্থী দিয়েছে।
ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ জুলাই। ৮ অগাস্ট ভোটগ্রহণের পরে ১২ অগাস্ট ভোটগণনা করা হবে।
advertisement
যদিও বিরোধীদের অভিযোগ নস্যাৎ করে দিয়ে ত্রিপুরার বিজেপি নেতাদের দাবি, ‘লোকসভা ভোটে দুই আসনে আমরা বিপুল ভোটে জিতেছি। পঞ্চায়েতে বিরোধীরা প্রার্থী খুঁজে না পেলে কী করা যাবে? মুখ্যমন্ত্রী মানিক সাহা নির্দেশ দিয়েছিলেন, মনোনয়ন ঘিরে যেন কোনও অশান্তি না হয়। প্রশাসন তা দেখেছে। এরপরেও বিরোধীরা প্রার্থী না দিতে পারলে তাদের সাংগঠনিক ব্যর্থতা।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 23, 2024 11:25 PM IST