Bangladesh election: অবশেষে নির্বাচন বাংলাদেশে! জুলাই বিপ্লব তথা হাসিনার পতনের পরে প্রথম ভোট, কেমন চলছে ভোটগ্রহণ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh election: বাংলাদেশে জুলাই বিপ্লব তথা হাসিনার পতনের পরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে বাংলাদেশে।
ঢাকা: বাংলাদেশে জুলাই বিপ্লব তথা হাসিনার পতনের পরে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হল বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে বাংলাদেশে।
বাংলাদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আজ, অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা থেকে আটটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোট গ্রহণ আপাতত শান্তিপূর্ণই চলছে বলে জানা গিয়েছে।
advertisement
ডাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। শেখ হাসিনার পতনের ফলে গঠিত হয়েছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, তবে সেই সরকারও শান্তিতে নেই। বিএনপি তথা একাধিক দলের দাবি ছিল দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে বাংলাদেশে। পাশাপাশি একটা বড় অংশের দাবি ছিল শেখ হাসিনার দল আওয়ামি লিগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে।
advertisement
এর পরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ঘোষণা করেন সামনের বছর ফেব্রুয়ারিতে আয়োজিত হতে পারে সাধারণ নির্বাচন। তবে তার আগে জুলাই বিপ্লবের এক বছরেরও বেশি সময় পড়ে বাংলাদেশির এই নির্বাচন করা যথেষ্ট চ্যালেঞ্জের বাংলাদেশ সরকারের কাছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 1:43 PM IST