Bangladesh Crisis: বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত, সর্বদল বৈঠকে জানাল কেন্দ্র

Last Updated:

Bangladesh Crisis: বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি-সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।

বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক
বাংলাদেশ নিয়ে সর্বদল বৈঠক
নয়াদিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালের সর্বদল বৈঠকে বসে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে -সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
সর্বদলীয় বৈঠক শেষে জানানো হয়েছে, ওখানে বর্তমানে ২০০০০ মতো ভারতীয় রয়েছেন। তবে ভারত সরকার মনে করছে, এখনই সেখানে এমন পরিস্থিতি নেই যে ভারতীয়দের ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৮০০০ ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন বলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়েছে সরকার। এখনই শেখ হাসিনা সম্পর্কেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে — এমনটাই কেন্দ্রের তরফে জানানো হয় সর্বদল বৈঠকে।
advertisement
advertisement
সূত্রের খবর, বিরোধীরাও জানিয়েছেন- এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে আছি। তবে বাংলাদেশ ইস্যুতে সংসদে কোনও আলোচনা হবে বলে সরকার জানায়নি। কেন্দ্রের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক নয়। আমাদের পর্যাপ্ত চেক পয়েন্ট আছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bangladesh Crisis: বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত, সর্বদল বৈঠকে জানাল কেন্দ্র
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement