Bangladesh Crisis: বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত, সর্বদল বৈঠকে জানাল কেন্দ্র
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Bangladesh Crisis: বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি-সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
নয়াদিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মঙ্গলবার সকালের সর্বদল বৈঠকে বসে ভারত সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ছিলেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধি, মল্লিকার্জুন খাড়গে -সহ সাংসদরা। সূত্রের খবর, এদিনের সর্বদলীয় বৈঠকে জানানো হয়েছে, বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছে ভারত।
সর্বদলীয় বৈঠক শেষে জানানো হয়েছে, ওখানে বর্তমানে ২০০০০ মতো ভারতীয় রয়েছেন। তবে ভারত সরকার মনে করছে, এখনই সেখানে এমন পরিস্থিতি নেই যে ভারতীয়দের ফিরিয়ে আনতে হবে। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৮০০০ ভারতীয় পড়ুয়া বাংলাদেশ থেকে দেশে ফিরে এসেছেন বলে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের জানিয়েছে সরকার। এখনই শেখ হাসিনা সম্পর্কেও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি সরকারের তরফে — এমনটাই কেন্দ্রের তরফে জানানো হয় সর্বদল বৈঠকে।
advertisement
Briefed an All-Party meeting in Parliament today about the ongoing developments in Bangladesh.
Appreciate the unanimous support and understanding that was extended. pic.twitter.com/tiitk5M5zn
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 6, 2024
advertisement
সূত্রের খবর, বিরোধীরাও জানিয়েছেন- এ বিষয়ে আমরা সরকারের সঙ্গে আছি। তবে বাংলাদেশ ইস্যুতে সংসদে কোনও আলোচনা হবে বলে সরকার জানায়নি। কেন্দ্রের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, “সীমান্ত পরিস্থিতি উদ্বেগজনক নয়। আমাদের পর্যাপ্ত চেক পয়েন্ট আছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 06, 2024 12:11 PM IST