Tripura Politics: 'ত্রিপুরার জন্যে তৃণমূল', এই স্লোগান নিয়ে আজ থেকেই রাস্তায় জোড়াফুল শিবির

Last Updated:

'TMC for Tripura Slogan': ১২ দিনের সফরে মানুষের কাছে পৌঁছতে চায় তৃণমূল কংগ্রেস। 

Photo: Abir Ghoshal
Photo: Abir Ghoshal
আগরতলা: ত্রিপুরার জন্যে তৃণমূল (TMC)। এবার তৃণমূলের জন্যে এই স্লোগানকে সামনে রেখেই এগোতে চায় জোড়াফুল শিবির। পুরভোটকে সামনে রেখে আজ থেকে কর্মসূচি নিয়েছে তৃণমূল। গোটা রাজ্য জুড়ে আগামী ১২ দিন ধরেই তৃণমূলের শাসক দলের নেতারা চষে বেড়াবেন ত্রিপুরার (Tripura) আট জেলায়।
আপাতত ঠিক হয়েছে সুবল ভৌমিক, ত্রিদিব দত্ত, ইদ্রিস মিঞা, অনিতা দাস, মলিন জামাতিয়া, শিবানী সেনগুপ্ত, রাকেশ দাস,সানি পাল ও সোলাঙ্কি সেনগুপ্ত যাবেন তিন জেলায়৷ এর মধ্যে দক্ষিণ ত্রিপুরা জেলায় ৫ দিন, গোমতী জেলায় ৪ দিন ও সিপাহীজলায় ৩ দিন ধরে প্রচার করবেন তৃণমূল কর্মীরা। অন্যদিকে অপর একটি দল সুস্মিতা দেব, কৃষ্ণধন নাথ, প্রকাশ চন্দ্র দাস, দেবব্রত দেব রায়, মামন খান ও শর্মিষ্ঠা দেব সরকার, শান্তনু সাহা, মৃণাল কান্তি দেবনাথ ও দ্বীপান্বিতা চক্রবর্তী থাকছে ৷ তারা সিপাহীজলা জেলায় ২ দিন ও পশ্চিম ত্রিপুরা জেলায় ১০ দিন প্রচার করবেন।
advertisement
advertisement
অপর একটি দলে থাকছেন আশিস লাল সিংহ, রুবি চক্রবর্তী, কল্প মোহন ত্রিপুরা, বাপটু চক্রবর্তী, উত্তম কলুই ও জাকির হোসেন। এনারা খোয়াই জেলায় ৩ দিন, ধলাই জেলায় ৩ দিন ও উনকোটি জেলায় ২ দিন প্রচার করবেন ৷ মুলত, সারা রাজ্য জুড়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়া। ত্রিপুরার সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা। দলের কাজ প্রত্যক্ষ ভাবে দেখা ও সামাজিক কাজে যোগ দেওয়া। গ্রাম পঞ্চায়েত এবং ওয়ার্ড জুড়ে নেতা, কর্মী ও সহানুভূতিশীলদের একত্রিত করা ৷
advertisement
তৃণমূল নেত্রী সুস্মিতা দেব জানিয়েছেন, রাজ্য সরকার এক নায়কতন্ত্র চালাচ্ছে গোটা রাজ্য জুড়েই৷ মানুষ আমাদের কাছে আসার আগে, আমরা মানুষের কাছে যাব৷ এটাই আমাদের জনসংযোগ।  স্টিয়ারিং কমিটির আহ্বায়ক সুবল ভৌমিক জানিয়েছেন, ‘‘মানুষ অত্যাচারিত হচ্ছেন, আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না।’’ তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, ‘‘ আসল বিপ্লব ত্রিপুরায় এবার শুরু হবে। বিপ্লব দেব ও তার সরকার আমাদের ভয় পেয়েছে।’’
advertisement
আবীর ঘোষাল
বাংলা খবর/ খবর/দেশ/
Tripura Politics: 'ত্রিপুরার জন্যে তৃণমূল', এই স্লোগান নিয়ে আজ থেকেই রাস্তায় জোড়াফুল শিবির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement