RSS: উঠল ৫৮ বছরের নিষেধাজ্ঞা! আরএসএস-এর কাজে যোগ দিতে সরকারি কর্মীদের আর রইল না বাধা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
তাঁর দাবি, গত ৪ জুনের (লোকসভা নির্বাচনের ফলাফল) পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে৷ তার ঠিক পরেই ৯ জুলাই ৫৮ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মোদির সরকার৷ যে নিষেধাজ্ঞা অটলবিহারী বাজপেয়ীর আমলেও বহাল ছিল৷
নয়াদিল্লি: এবার থেকে সরকারি কর্মচারীদের আর আরএসএস-এর কাজ করার জন্য রইল না কোনও বাধা৷ সম্প্রতি একটি কেন্দ্রীয় সরকারি নথি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কংগ্রেস দাবি করেছে, গত ৫৮ বছর ধরে সরকারি কর্মীদের উপরে বহাল থাকা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নরেন্দ্র মোদির সরকার৷
যদিও এই নথির সত্যতা সম্পর্কে সরকারি তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া যায়নি৷ তবে, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও ওই নথিরই স্ক্রিন শট ‘ X ’ (সাবেক ট্যুইটার) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছেন, ৫৮ বছর আগে করা ‘অসাংবিধানিক’ একটা নিষেধাজ্ঞা অবশেষে তুলে নিল মোদি সরকার৷
আরও পড়ুন: পড়ে গেল শ্রাবণ মাস, তারকেশ্বর যেতে এবার আরও এক স্পেশাল লোকাল…উদ্যোগ রেলের
কংগ্রেস সাধারণ সম্পাদক (সংযোগ) জয়রাম রমেশ ৯ জুলাই জারি করা একটি অফিস মেমরেন্ডাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ নথিটি কেন্দ্রীয় কর্মিবর্গ, পাবলিক গ্রিভ্যান্স এবং পেনশন দফতরের৷ সেই নথি অনুযায়ী, এরপর থেকে আরএসএস-এর কোনও কাজে যোগ দিতে আর বাধা থাকবে না কোনও সরকারি কর্মীর৷
advertisement
advertisement
The unconstitutional order issued 58 years ago, in 1966, imposing a ban on Govt employees taking part in the activities of the Rashtriya Swayamsevak Sangh has been withdrawn by the Modi Govt. The original order shouldn’t have been passed in the first place.
The ban was imposed… pic.twitter.com/Gz0Yfmftrp
— Amit Malviya (@amitmalviya) July 22, 2024
advertisement
নথির ছবি শেয়ার করে পোস্টে জয়রাম রমেশ লিখেছেন, ‘গান্ধিজির হত্যার পরে সর্দার প্যাটেল ১৯৪৮ সালে আরএসএস-কে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করেছিলেন৷ তারপরে ভাল কার্যক্রমের আশ্বাসের উপর ভিত্তি করে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়৷ তারপরও কিন্কতু, নাগপুরে আরএসএস কোনওদিন জাতীয় পতাকা ওড়াইনি’৷
Sardar Patel had banned the RSS in February 1948 following Gandhiji’s assassination.
Subsequently, the ban was withdrawn on assurances of good behaviour. Even after this the RSS never flew the Tiranga in Nagpur.
In 1966, a ban was imposed – and rightly so – on government… pic.twitter.com/Lmq7yaybR4
— Jairam Ramesh (@Jairam_Ramesh) July 21, 2024
advertisement
জয়রাম রমেশ জানিয়েছেন, তারপর ১৯৬৬ সালে সরকারি কর্মীদের আরএসএস-এর কাজে যুক্ত থাকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার৷
আরও পড়ুন: জানেন হাওড়ার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল প্রথম ট্রেন, পৌঁছেছিল কোন জেলায়? বড় ঘড়ি বসিয়েছিল কোন বাঙালি ব্যবসায়ী
তাঁর দাবি, গত ৪ জুনের (লোকসভা নির্বাচনের ফলাফল) পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএস-এর মধ্যে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে৷ তার ঠিক পরেই ৯ জুলাই ৫৮ বছরের নিষেধাজ্ঞা তুলে নিল মোদির সরকার৷ যে নিষেধাজ্ঞা অটলবিহারী বাজপেয়ীর আমলেও বহাল ছিল৷ তাহলে কি আরএসএস-কে তুষ্ট করতেই মোদি সরকারের এই ছোট্ট উদ্যোগ?
advertisement
জয়রাম রমেশ ১৯৬৬ সালে জারি হওয়া সেই নিষেধাজ্ঞা সংক্রান্ত নথিও একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
July 22, 2024 10:46 AM IST