Indian Railways: পড়ে গেল শ্রাবণ মাস, তারকেশ্বর যেতে এবার আরও এক স্পেশাল লোকাল...উদ্যোগ রেলের

Last Updated:

এই এক্সপ্রেস ট্রেনগুলি বিহার এবং ভারতের উত্তর অংশের মধ্যে রেল পরিষেবা উন্নত করবে এবং ছাত্র-ছাত্রী ও শ্রমিকদের উপকার করার পাশাপাশি বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে। এই ট্রেনগুলির নিয়মিত পরিষেবা নিম্নলিখিত বিবরণ অনুযায়ী চলবে।

কলকাতা: তারকেশ্বরের শ্রাবণী মেলা বঙ্গের সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের  একটি অবিচ্ছেদ্য অংশ যা অসংখ্য ভক্তদের আকর্ষণ করে বার বার। বিশেষত রেল যাত্রার মাধ্যমে এবছরে শ্রাবণী মেলার সময়, তারকেশ্বর ও শেওড়াফুলি স্টেশনগুলিতে বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ভক্তের আগমন পূর্ব রেল তথা রেলের ইতিহাসে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত। যার প্রতিরূপ হিসাবে পূর্ব রেলওয়ে প্রতিবারই যাত্রী সহায়তায় এক গুরুতূপূর্ণ ভূমিকা নিয়ে থাকে৷
এবারও ঠিক তেমনই এই প্রয়োজনটি বিবেচনা করে, সকাল পুণ্যার্থীদের সুস্থ ভাবে ভগবান শিবের চরণে সমার্পণ ও আশীর্বাদ গ্রহণের জন্য জন্য পূর্ব রেলের হাওড়া বিভাগ ২২.০৭.২০২৪ থেকে ১৯.০৮.২০২৪ পর্যন্ত প্রতি সোমবার শ্রাবণী মেলার সময় হাওড়া ও তারকেশ্বরের মধ্যে আরও একটি ইএমইউ স্পেশাল ট্রেন চালু করবে।
মহাদেব শিবের জলাভিষেকের সুবিধার্থে পুণ্যার্থীদের পরিবহনের জন্য, তারকেশ্বর – হাওড়া ইএমইউ স্পেশাল ট্রেন তারকেশ্বর থেকে সকাল ১১:৩৫ টায় ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ১:০৫ টায় এবং হাওড়া – তারকেশ্বর ইএমইউ স্পেশাল হাওড়া থেকে দুপুর ১:২০ টায় ছেড়ে তারকেশ্বর পৌঁছাবে বিকেল ২:৫০ টায়।
advertisement
advertisement
আরও পড়ুন:  জানেন হাওড়ার কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল প্রথম ট্রেন, পৌঁছেছিল কোন জেলায়? বড় ঘড়ি বসিয়েছিল কোন বাঙালি ব্যবসায়ী
অন্যদিকে, উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)র পক্ষ থেকে বিদ্যমান গ্রীষ্মের ভিড়ের সময় যাত্রীদের সুবিধার জন্য, যাত্রীর বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে আরও এক জোড়া সাপ্তাহিক স্পেশাল ট্রেন চালানোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ট্রেনটি সাপ্তাহিক ভিত্তিতে উভয় দিকে চারটি করে ট্রিপের জন্য কাটিহার ও অমৃতসরের মধ্যে চলাচল করবে।
advertisement
এই এক্সপ্রেস ট্রেনগুলি বিহার এবং ভারতের উত্তর অংশের মধ্যে রেল পরিষেবা উন্নত করবে এবং ছাত্র-ছাত্রী ও শ্রমিকদের উপকার করার পাশাপাশি বাণিজ্য ও অন্যান্য অর্থনৈতিক কার্যকলাপকে উৎসাহিত করবে। এই ট্রেনগুলির নিয়মিত পরিষেবা নিম্নলিখিত বিবরণ অনুযায়ী চলবে।
আরও পড়ুন:  ‘কেউ কেউকেটা নয়’! অভিযোগ এলেই ব্যবস্থা…কর্মীদের বারবার কড়া বার্তা মমতা-অভিষেকের
ট্রেন নং. ০৫৭৩৪ (কাটিহার – অমৃতসর) স্পেশাল ২৫ জুলাই থেকে ১৫ আগষ্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার কাটিহার থেকে ১১:৪০ ঘন্টায় রওনা দিয়ে শনিবার ০০:১০ ঘন্টায় অমৃতসর পৌঁছাবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৭৩৩ (অমৃতসর – কাটিহার) স্পেশাল ২৭ জুলাই থেকে ১৭ আগষ্ট, ২০২৪ পর্যন্ত প্রত্যেক শনিবার অমৃতসর থেকে ০৪:২৫ ঘন্টায় রওনা দিয়ে রবিবার ১৫:০০ ঘন্টায় কাটিহার পৌঁছবে।
advertisement
ট্রেনটি উভয় দিকে নউগাছিয়া, মুজফ্ফরপুর, নারকটিয়াগঞ্জ, গোরখপুর জং., গোন্ডা জং., কানপুর সেন্ট্রাল, ওল্ড দিল্লী জং., চণ্ডীগড় জং. জালন্ধর সিটী জং. ইত্যাদি স্টেশন হয়ে চলাচল করবে। ট্রেনে যাত্রীদের জন্য দুটি এসি-৩ টিয়ার, চৌদ্দটি শ্লিপার ক্লাস ও চারটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ থাকবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Indian Railways: পড়ে গেল শ্রাবণ মাস, তারকেশ্বর যেতে এবার আরও এক স্পেশাল লোকাল...উদ্যোগ রেলের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement