Baichung Bhutia: তৃণমূল, নিজের দল অতীত! ভোল বদলে সেই চামলিংয়েরই হাত ধরলেন বাইচুং

Last Updated:

২০১৪ সালে তাঁকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিজেপি-র যশবন্ত সিং-এর কাছে পরাজিত হন তিনি৷

পবন চামলিংয়ের হাত থেকে দলীয় পতাকা নিচ্ছেন বাইচুং৷
পবন চামলিংয়ের হাত থেকে দলীয় পতাকা নিচ্ছেন বাইচুং৷
গ্যাংটক: প্রথমে তৃণমূল, তার পর নিজের দল হামরো সিকিম৷ শেষ পর্যন্ত যার বিরুদ্ধে সিকিমে নিজের রাজনৈতিক দল তৈরি করেছিলেন, সেই পবন চামলিংয়ের দলেই যোগ দিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া৷ ১৮০ ডিগ্রি অবস্থান বদল করে বাইচুয়ের সিদ্ধান্তে অবাক সিকিমের সাধারণ মানুষের অনেকেই৷
বাইচুংয়ের রাজনৈতিক পথচলা শুরু তৃণমূলের হাত ধরে৷ ২০১৪ সালে তাঁকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও বিজেপি-র যশবন্ত সিং-এর কাছে পরাজিত হন তিনি৷ যদিও বাইচুংয়ের উপরে আস্থা রেখে ২০১৬ সালে ফের তাঁকে শিলিগুড়ি আসন থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী করে তৃণমূল৷ এবার সিপিএমের অশোক ভট্টাচার্যের কাছে হারতে হয় পাহাড়ি বিছেকে৷
advertisement
advertisement
এই হারের পরেই তৃণমূলের সঙ্গে কার্যত সম্পর্ক ছিন্ন করেন বাইচুং৷ এ রাজ্যের রাজনীতিতেও আর দেখা যায়নি তাঁকে৷ বরং ২০১৮ সালের ৩১ মে মুখ্যমন্ত্রী পবন চামলিংয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে নিজের রাজনৈতিক দল হামরো সিকিমের ঘোষণা করেন বাইচুং৷ কিন্তু সেই নিজের রাজ্য সিকিমেও সেভাবে ছাপ ফেলতে পারেনি বাইচুংয়ের নিজের দল৷
advertisement
শেষ পর্যন্ত গতকাল সিকিমের রাভাংলায় পবন চামলিংয়ের দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টেই যোগ দিলেন বাইচুং৷ পবন চামলিং নিজেই বাইচুংয়ের হাতে দলের পতাকা তুলে দেন৷ বাইচুং বলেন, ২৪-এর লোকসভা এবং ২৬-এর সিকিম বিধানসভার নির্বাচন গুরুত্বপূর্ণ। সিকিমবাসীর যাবতীয় আকাঙখা মেটানোর লক্ষ্যেই এই দলবদল। সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই৷
বাংলা খবর/ খবর/দেশ/
Baichung Bhutia: তৃণমূল, নিজের দল অতীত! ভোল বদলে সেই চামলিংয়েরই হাত ধরলেন বাইচুং
Next Article
advertisement
Kolkata Waterlogged: ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায়, মৃত্যু ১০ জনের ! বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?
  • ৩৯ বছর পর এক দিনে এতটা বৃষ্টি কলকাতায় !

  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০ জনের

  • বুধবার দিনভর আবহাওয়া কেমন থাকবে?

VIEW MORE
advertisement
advertisement