বন্যার জলে ভেসে চলা গন্ডার শাবককে উদ্ধার করে তাকে স্নান করাল বনকর্মীরা, ভিডিও ভাইরাল

Last Updated:
#গুয়াহাটি: ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫ লক্ষ মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণও। কাজিরাঙা জাতীয় উদ্যানে মৃত্যু হয়েছে চারটি এক শৃঙ্গ গন্ডারের। উদ্ধার করা হয়েছে ২৬টি পশুকে। একদিকে অবিরাম বৃষ্টি, অন্যদিকে নদীর জল বাড়ছে ক্রমাগত। সবমিলিয়ে অসমের ৩৩টি জেলার মধ্যে বন্যায় প্লাবিত ৩১টি জেলাই। যে দিকেই চোখ যাচ্ছে, শুধু জল আর জল...ন্যায় ডুবেছে অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের নব্বই শতাংশ এলাকা। কাজিরাঙাতে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে চারটি এক শৃঙ্গ গন্ডারের। উদ্ধার করা হয়েছে ছাব্বিশটি পশুকে। বেশ কিছু পশুর চিকি‍ৎসা চলছে। চিকি‍ৎসা করে জঙ্গলে ফেরানো হয়েছে কয়েকটি গন্ডার শাবককে। জঙ্গলের উঁচু জমি, টিলা খুঁজে সেখানেই আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বন্যপ্রাণীরা। কবে বন্যা পরিস্থিতির উন্নতি হবে? উত্তর খুঁজছে অসম।
এর মধ্যেই মন ভাল করে দেওয়া একটি ভিডিও এল সোশ্যাল মিডিয়ায় ৷ বানভাসী কাজিরাঙা থেকে কোনও মতে উদ্ধার করা হয় একটি গন্ডারশাবককে। জমা জলে ডুবে যাচ্ছিল শাবকটি। তখনই নৌকা, স্পিডবোট নিয়ে এগিয়ে আসেন উদ্ধারকারীরা। একটি বাঁশের ভেলায় টেনে তোলা হয় প্রাণীটিকে। এরপর তাকে স্নান করানো হয় ৷ তার শরীরে আঘাত ছিল ৷ চিকিৎসা করার আগে তাকে ভাল করে স্নান করানো হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যার জলে ভেসে চলা গন্ডার শাবককে উদ্ধার করে তাকে স্নান করাল বনকর্মীরা, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement