Ramdev on Allopathic Medicine: অ্যালোপ্যাথি অনাস্থায় বিতর্কিত মন্তব্য, প্রবল চাপের মুখে ক্ষমা চাইলেন রামদেব
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Health Minister Harsh vardhan)-এর চিঠি পেয়ে অ্যালোপাথি নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করলেন বাবা রামদেব (Baba Ramdev)।
#নয়াদিল্লি: অ্যালোপ্যাথি চিকিৎসা (Allopathy) নিয়ে বিভ্রান্তিমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্যে যোগগুরু রামদেবকে (Yagaguru Ramdev) আগেই আইনি নোটিশ পাঠিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association)৷ কিন্তু তাতেই থেমে থাকেনি ওই পর্ব। আইনি নোটিশ পাঠিয়ে রামদেবকে ক্ষমা চাইতে বলা হয়। শুধু তাই নয়, রবিবার রামদেবের মন্তব্যকে 'অত্যন্ত দুর্ভাগ্যজনক' বলে তাঁর মন্তব্য ফিরিয়ে নেওয়ার অনুরোধ করে চিঠি লেখেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Health Minister Harsh vardhan)। চারিদিকের চাপে এবার তাই বাধ্য হয়েই ক্ষমা চেয়ে নিতে হল রামদেবকে।
ট্যুইটারে রামদেব লিখেছেন, 'মাননীয় হর্ষবর্ধন বাবু, আমি আপনার চিঠি পেয়েছি। আপনার অনুরোধকে মান্যতা দিয়েই আমি আমার সমস্ত মন্তব্য ফিরিয়ে নিচ্ছি।' যদিও এতেই ক্ষান্ত হননি রামদেব। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে একটি চিঠিও লেখেন তিনি। তাতে তিনি লেখেন, 'আধুনিক চিকিৎসাবিজ্ঞান এবং অ্যালোপ্যাথির বিরোধিতা আমি করিনা। অসংখ্য রোগীকে মৃত্যুমুখ থেকে বাঁচাতে, সার্জারিতে অনেক দিশা দেখিয়েছে অ্যালোপ্যাথি। আমার কথোপকথন আসলে ভলান্টিয়ার্সদের সঙ্গে এক বৈঠকে হোয়াট্সঅ্যাপ মেসেজের অংশ। কিন্তু সেই কারণে কেউ ব্যক্তিগতভাবে আঘাত পেয়ে থাকলে, আমি দুঃখিত।' আর রামদেবের ট্যুইট ও চিঠির পরই তাঁর প্রশংসা শোনা গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফে। পালটা ট্যুইটে হর্ষ বর্ধন লেখেন, 'মন্তব্য ফিরিয়ে নিয়ে আসলে নিজের পরিণতমনস্কতার পরিচয় দিয়েছেন রামদেব।'
advertisement
माननीय श्री @drharshvardhan जी आपका पत्र प्राप्त हुआ, उसके संदर्भ में चिकित्सा पद्दतियों के संघर्ष के इस पूरे विवाद को खेदपूर्वक विराम देते हुए मैं अपना वक्तव्य वापिस लेता हूँ और यह पत्र आपको संप्रेषित कर रहा हूं- pic.twitter.com/jEAr59VtEe
— स्वामी रामदेव (@yogrishiramdev) May 23, 2021
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বাবা রামদেবের একটি ভিডিও ভাইরাল হয়৷ যেখানে তিনি আধুনিক চিকিৎসা বিজ্ঞান (modern medical science), অ্যালোপ্যাথির বিরুদ্ধে বিরুপ মন্তব্য করেন৷ এরপরই রামদেবের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে আসরে নামে আইএমএ (IMA)৷ সংস্থার পক্ষে থেকে রামদেবের বক্তব্যের তীব্র নিন্দা করা হয়৷ রামদেবের বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তাঁকে অতিমারী ব্যাধি ধারায় (Epidemic Diseases Act) গ্রেফতারের দাবিও ওঠে। আর তা না হলে আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে মুছে ফোলা হোক, এমনও গুরুতর দাবি জানায় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন৷
advertisement
बाबा @yogrishiramdev जी ने एलोपैथिक चिकित्सा पर अपना बयान वापस लेकर जिस तरह पूरे मामले को विराम दिया है, वह स्वागतयोग्य व उनकी परिपक्वता का परिचायक है।
हमें पूरी दुनिया को दिखाना है कि भारत के लोगों ने किस प्रकार डट कर #COVID19 का सामना किया है। नि:संदेह हमारी जीत निश्चित है ! https://t.co/0XVXULVrH0 — Dr Harsh Vardhan (@drharshvardhan) May 23, 2021
advertisement
IMA-এর তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর (Central Health Minister)কাছে আবেদনে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে যাতে যোগগুরু রামদেব বলছেন যে, আধুনিক অ্যালোপ্যাথি খুবই অর্থহীন ও ব্যর্থ বিজ্ঞান৷ যদিও যাবতীয় অভিযোগ আগেই অস্বীকার করে পতঞ্জলি যোগপীঠ (Patanjali Yogpeeth Trust)৷ রামদেব এমন কোনও মন্তব্য করেনি যাতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, এমনই বলা হয় পতঞ্জলি যোগপীঠ-এর তরফে। কিন্তু বিতর্ক তাতে থামছে না দেখে অবশেষে ক্ষমা চেয়ে নিলেন যোগগুরু রামদেব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2021 9:08 AM IST